মা স্বরূপা:-
মা স্বরূপা:-


কি রে তোর বিরক্ত লাগে না চিত্রা,সারাদিন অফিসের ধকল সামলে আবার রাতে গিয়ে শাশুড়ি সেবায় লেগে পড়তে? আয়া থাকতেও তুই কেন এত উঠে-পড়ে লাগিস?
একটু সময় চুপ থেকে চিত্রা বলে, বিয়ের পর প্রথম রান্না করতে গিয়ে আঙ্গুল টা পুড়ে যাবার পর উনি ছাড়া বাকি সবাই ই ব্যঙ্গ করেছিল, কিন্তু উনি দৃঢ় কন্ঠে বলেছিলেন 'আঙ্গুল পুড়লেও রান্না পুড়তে দেয় নি আমার বৌমা' সেদিন মনে হয়নি মা কে ছেড়ে এসেছি...
আজ আমি যে জায়গায় তাতে আমার শাশুড়ি মায়ের অবদান ও কম নয়। তাই আজ ওনার অসুস্থতায় ওনাকে শুধু আয়ার হাতে ছেড়ে দিতে পারবো না,আমি বৌমা হলেও শাশুড়িমায়ের জন্যে এখন আমিই মা...