Sayan Talukdar

Abstract

1.0  

Sayan Talukdar

Abstract

লকডাউনে প্রথম দিনের নামচা:

লকডাউনে প্রথম দিনের নামচা:

1 min
373


সকাল ৭টা: ঘুম থেকে উঠলাম।ফেবুটা অন করলাম। কিছু নোটিফিকেশন চেক করে হোয়াটসঅ্যাপে ইন করলাম।দেখে নিয়ে উঠে দাঁত মেজে ছাদে গেলাম।এখনই রোদের তেজ খুব কড়া।পাঁচ মিনিট পায়চারি করে নীচে নেমে এলাম।সকালের আদা দিয়ে লাল চা-টা শেষ করে অনলাইনে ই-পেপারগুলোই চোখ বোলালাম।

ভাবছি কী করা যায়!

সকাল১০:৩৫.জলখাবারটা সেরে নিলাম। ফোনে রেডিওটা চালিয়ে দিলাম।বিগ এফ এমে ভালো আধুনিক গান বাজছে। শুনতে ভালোই লাগছে।রোদটা বেশ গনগনে হয়ে উঠছে।

বেলা১১:৪০.স্নান সেরে ফেললাম।অঙ্ক নিয়ে বসলাম।লকডাউন উঠলেই পরীক্ষা এগিয়ে আসবে।যতটা পারা যায় এগিয়ে রাখার চেষ্টা।

দুপুর ২:০০

.দুপুরের খাওয়া-দাওয়া শেষ।টি.ভি. যে খবরে চোখ বোলাচ্ছি।চারপাশে লকডাউনের মাঝেও মানুষ রাস্তায় বের হচ্ছেন।কবে সুমতি ফিরবে মানুষের!

বিকেল ৫:০০.বিছানায় গড়াগড়ি দিয়ে উঠে পড়লাম।রেডিওটা চালিয়ে দিলাম ফোনে। হোয়াটসঅ্যাপ চেক করলাম।গ্রুপে কথা ছড়ালাম।কিছুটা সময় কাটল।

সন্ধে ৭:০০.

বিকেলের জলখাবার খেতে খেতে টি.ভি.তে চোখ।সিরিয়াল চলছে। পাশাপাশি খবরেও চোখ বোলাচ্ছি।

রাত১০:৪৫:

রাতের খাবার খেয়ে স্মরণজিতের 'উনিশ কুড়ির প্রেম' বইটা প্রায় গুটিয়ে এনেছি।

চোখে ঘুম আলতো পরশ ছড়াচ্ছে।বাকিটা কাল শেষ করব।লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়লাম।


Rate this content
Log in

Similar bengali story from Abstract