Live together
Live together
Live together
Dr. Krishna Banerjee
3/7/ 2022
সুসান্তর গার্লফ্রেন্ড রিয়া, একে অপরকে খুব ভালোবাসে কিন্তু রিয়ার আবদার বিয়ে তারা করবেনা লিভটুগেদারে থাকবে তারা কিন্তু এই বিষয়ে সুসান্তর চরম আপত্তি। ইতি পূর্বে বহুবার বিষয়টা রিয়াকে বোঝাবার চেষ্টা করে সুসান্ত কিন্তু কথায় আছে ঢেকিতো ধান ভাঙবেই আর কুকুরের লেজ সোজা কিছুতেই হবেনা রিয়াকেও পথে আনতে পারেনা রিয়াকে।
একদিন পথে তারসাথে দেখাহয় তার ছোটবেলার বান্ধবি তানিয়ার সাথে কথায় কথায় সুসান্ত তার জীবনের এই সমস্যার কথা জানায় তাকে, তানিয়া বলে এই বেপার ! এ তো আমার এক চুটকিতে সল্ভ করার কাজ I তুই একটা কাজ কর একদিন ওর সামনেই আমাকে বাড়িতে ডাক I তারপর কথায় কথায় তুই আমাকে বিয়ের অফার করবি Iআমিও এক কথায় রাজি হয়ে যাবো I তারপর ওকে মিস্টিমুখ করাবার নাম করে বাইরে যাবি ও রাগে কটমট করবে, আমি ব্যস্ততা দেখিয় বেড়িয়ে যাবো তারপর তুই মিস্টির প্যাকেটটা হাতে নিয়ে ঘরে ঢুকবি। আমি বেরিয়ে গেছি শুনে মিস্টির প্যাকেটটা ওর হাতে দিয়ে আমাকে খুঁজতে যেতে যাবি I ঠিক সেই সময় একটা ঝড় উঠবে ঐ ঝড়টা তোকে সামলাতে হবে ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে।
যেমন কথা তেমন কাজ রবিবার ছুটির দিন রিয়া বাড়িতে রয়েছে, সুসান্তর মধ্যে একটা ব্যস্ততা পরিলক্ষিত হয় I আজ সুসান্ত কেমন যেন রিয়ার কথা গুলোকে এরিয়ে যাচ্ছে। রিয়ার মধ্যে একটা বিরক্ত পরিলক্ষিত হয় I এমন সময় কনিংবেলের শব্দে ছুটেগিয়ে দরজা খোলে সুসান্ত I তানিয়া প্রবেশ করে। সুসান্ত প্রচন্ড সমাদর করে তাকে ভিতরে এনে রিয়ার সাথে আলাপ করিয়ে বলে, এ হলো তানিয়া আমরা খুব আমার ছোটবেলার বান্ধবী। কিরে চা খাবি? তানিয়া বলে সকাল বেলা একটু হতেই পারে, কিন্তু বানাবে কে? সুসান্ত বলে কেন রিয়া I ও খুব ভালো চা বানায়।
রিয়া : আমি?
হ্যাঁ তুমি সকালে তুমিইতো রোজ সকালে চা বানাওI
রিয়া কিছু বলেনা চুপচাপ গিয়ে চা বানিয়ে নিয়ে আসে I রিয়াকে আসতে দেখে তানিয়া বলে তাহলে সুসান্ত, বিয়ের পর আমরা কোথায় যাচ্চি? সুসান্ত বলে ওটা তুমি ঠিক করবে? তানিয়া বলে দেখ আমার সমুদ্র, পাহাড় আর জঙ্গল খুব ভালোলাগে এই তিনটের মধ্যে যেটা তোমার পার্মিট করবে।
রিয়ার কানে কথাটা যেতেই প্রশ্নবান - কার বিয়ে?
সুসান্ত বলে মানে? সুসান্ত বলে মানে আবার কি ! আমি বিয়ে করছি I আমারতো একটা জীবন আছে I একজন অর্ধাঙ্গিনী প্রয়োজনতো নাকি I দেখ তোমার মতো লিভটুগেদারে জীবন কাটানো আমার পক্ষে সম্ভবনা। চা টা টেবিলে রেখে রিয়া তানিয়াকে, উঠুন উঠুন এখুনি।
তানিয়া : আমি,
হ্যাঁ আপনি।
তানিয়া বলে কিন্তু কেন?
আগে উঠুন তারপর বলছি I
সুসান্ত : আরে এসব কিহচ্ছে রিয়া।
দেখুন আপনাকে উঠতে বলছি, নইলে কিন্তু গলাটিপে মারবো I খুব বিয়ের সখ তাইনা।
তানিয়া উঠে দাঁড়িয়ে পরে I সুসান্ত, এসব কি ছোটলোকমি?
রিয়া বলে, ছোটলোকমির দেখেছেন কি I ঐদিকে দরজা দেখতে পাচ্ছেন তো।
তানিয়া বলে পাচ্ছিতো I কিন্তু!
রিয়া বলে কোন কিন্তু নয় I ওটাদিয়ে সোজা বাইরে I
তানিয়া : সুসান্ত, আমাদের বিয়েটার কি হবে?
রিয়া : বিয়ে করাচ্ছি I সোজা বাইরে।
তানিয়া বেরিয়ে যায় I সুসান্ত পিছন পিছন যেতে গেলে রিয়া তার হাত ধরে টেনে - তুমি কোথায় যাচ্ছো ?
সুসান্ত : তানিয়া চলে যাচ্ছে I আমাদের বিয়ের ডেটটা ঠিক হলোনা যে।
রিয়া : চুপ করে এখানে দাঁড়াবে I তোমার বিয়ের খুব শখ, তাইনা।
সুসান্ত বলে তা হবেনা ! জীবনে ওটা একবারই হয় I না করলে চলে।
ঠিক আছে তাই হবে আমি পোশাক বার করছি আজই মন্দিরে গিয়ে বিয়ে করবো।
তানিয়া মিস্টির প্যাকেটটা নিয়ে ভিতরে আসে বলে - কঙ্গ্রাজুলেশন।
রিয়া : তুমি আবার এসেছো?
এবার বিয়ে করতে নয় বিয়ের সুভেচ্ছা জানাতে।
রিয়া : বলে মানে?
সুসান্ত সমস্ত বিষয়টা খুলে বলে।
তানিয়া বলে এভাবে ফাঁকি দিয়ে বিয়ে করলে হবে না I যথারীতি অনুষ্ঠান করে বিয়ে করতে হবে খাওয়া দাওয়াটা বাদ দেওয়া সম্ভব নয়।
রিয়া তানিয়াকে জড়িয়ে ধরে বলে তোমাকে অনেক ধন্যবাদ I আজ তুমিনা থাকলে আমি হয়তো সারাটা জীবন লিভটুগেদারেই কাটিয়ে দিতাম I আমার জীবনে সুসান্তর ভূমিকা বুঝতেই পারতাম না।
তানিয়া বলে এবার তাহলে আমি আসি।
রিয়া বলে কোথায় যাবে ! খাওয়া দাওয়া না করে কোথাও যাওয়া যাবে না I সুসান্তকে উদ্দেশ্য করে বলে সংয়ের মতো দাঁড়িয়ে থাকলে হবে ! বাজারে যাও I আজ আমরা একসাথে খাবো।
🙏 সমাপ্ত 🙏

