কোনো এক বিকেলে পর্ব : ০২
কোনো এক বিকেলে পর্ব : ০২
দেখতে দেখতে এক মাস কেটে গিয়েছে। এক মাস কিভাবে কেটে গেলো রিমি টের ই পেলোনা। সত্যি ই সময় কারো জন্যই অপেক্ষা করেনা। সময় তার মতোই বয়ে যায় শুধু বদলে যায় মানুষগুলো জীবনের ঘটনাগুলো। আজকে রিমি তার নতুন গল্প লিখা শেষ করেছে। এই কয়দিন রিমি সেই নম্বর এ অনেকবার চেষ্টা করেছে ফোন দিয়ে কথা বলার কিন্তু ওপাশ থেকে কেউ ই ফোন টি ধরেনি। হয়তো সাফান সাহেব অনেক ব্যস্ত। হয়তো তিনি ভাবছেন রিমি তাকে কোনোভাবে শাস্তি দেয়ার জন্য ফোন দিচ্ছেন সেই নম্বর জানার অপরাধে। কিন্তু তিনি হয়ত জানেন না যে রিমির এইবারের নতুন গল্পের নতুন মোড়ের জন্য তার কৃতিত্বই বেশি। রিমি সাফান সাহেবকে অনেক করে ধন্যবাদ দিতে চাচ্ছিলো।
আগে রিমির বাবা মা ফোন না দিলে রিমির অনেক খারাপ লাগতো কিন্তু এখন আর লাগেনা। নতুন গল্পের আমেজে সে নতুন করে নিজেকে সাজিয়ে নিয়েছে। প্রায় ই সে নদীর পাড়ে ঘুরতে যায়। এটাই এখন তার একাকিত্বের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ! রিমির জগৎটা আগে শুধু ঘর র গল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল এই চক্রের বাইরে এসে এই প্রকৃতি এখন তার জগতের অংশ হয়েছে।
আজকে রিমির গল্প প্রকাশ পেয়েছে। একদিনেই গল্পটি প্রচুর সারা পেয়েছে। বিগত লিখাগুলো থেকে এইবারের গল্প সবাই খুব পছন্দ করেছে। অনেকে ফোন করে অভিনন্দন জানিয়েছে। সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছে। পেপার এ তার গল্পের সাফল্যটা প্রকাশ করা হয়েছে। কিন্তু রিমি যাকে খুঁজছে ধন্যবাদ দেয়ার জন্য তাকেই পাচ্ছেনা। এরকমটাই বোধহয় হয় আপনি যা চান তা কখনোই পান না।
রিমি এখন সেই নদীর পাড়ে বসে আছে যেখানে ওই আগন্তুক লোকটার সাথে রিমির দেখা হয়েছিল যার কারণে তার গল্পের আজকে এতটা সাফল্য। সে আজকেও দুএকবার চেষ্টা করেছে ফোন দিয়ে কথা বলার কিন্তু কেউ ধরেনি। আগন্তুকের মতোই এসেছিলো আর আগন্তুক হিসেবেই থেকে গেলো রিমির জীবনে। কিন্তু তার গল্পের একটি অংশ হয়ে রইলো। রিমি ভাবছে সাফান সাহেব কি তার গল্পটি পড়েছেন ? তার সঙ্গে কি রিমির আর কোনোদিন দেখা হবে ? নাকি রিমির দেখা হবে আবার ও কোনো আগন্তুক নতুন চরিত্রের সাথে যে হবে রিমির আগত নতুন গল্পের অংশ।
রিমি ভাবছে তার মানে কি লেখকরা তার মতন করেই প্রতিনিয়ত নতুন চরিত্র খুঁজে বেড়ায়। নতুন নতুন ঘটনা তাদেরকে তাড়া করে বেড়ায়। তারাও রিমির মতো ঘটনা ও চরিত্রের মাঝে নিজেদের হারিয়ে ফেলে। পাঠকরা হয়তো এটা বুঝতেও পারেননা। কিন্তু তারা তার প্রতিচ্ছবি হিসেবে গল্পে নতুন চরিত্রের নতুন কোনো ঘটনার ঝলকানি দেখতে পান। রিমি ভাবছে তার মতো সদ্য জেগে ওঠা নবীন লেখকেরা তার মতোই হয়তো কোনো এক নদীর পাড়ে তাদের গল্পের জন্য নতুন চরিত্র খুঁজে বেড়ায় পাঠকদের নতুনত্বের স্বাদ দেয়ার জন্য। থাক না এরকম ই কিছু চরিত্র আমাদের জীবনে আগন্তুক হয়ে বা কোনো গল্পের পাতা হয়ে !
রিমি ভাবছে হয়তো তার আবার ও দেখা হবে সাফান সাহেবের মতো নতুন কোনো চরিত্রের সাথে এই রকম ই এক পড়ন্ত বিকেলে !
#সমাপ্ত
