STORYMIRROR

DR.GAUTAM MANNA

Romance Fantasy

4.0  

DR.GAUTAM MANNA

Romance Fantasy

জীবন চক্র

জীবন চক্র

3 mins
217



সময় কখনো শেষ হয় না আবার শেষ হয়ে যায়,দুদিক দিয়েই বলা যেতে পারে সমস্ত দিকই সমান। আমরা ধরে নিতে পারি একটি গাছ রোপণ করতে হলে তাকে আগে অঙ্কুরোদগম করতে হবে, তার পর যেখান রোপণ করা হবে, সেই সমস্ত জায়গায় গিয়ে দেখতে হবে গাছের বীজ বপন করা সম্ভব কী না বা গাছ লাগানোর পরিবেশ তৈরি আছে কী না। যদি না থাকে তাহলে সেখানে আগে বীজ বপন করার উপযুক্ত করে তুলতে হবে জায়গার মাটিকে, তার পর বীজ বপন করা এবং কিছু দিন পরে আসতে আসতে করে একটি ছোট্ট অঙ্কুরিত দানা থেকে ছোট ছোট পাতা বের হতে লাগলো, আর কিছু দিন পরে সে আসতে আসতে করে বড়ো হতে শুরু করলো। এবার তার চারিদিকে ডাল পালা বিস্তারিত করতে শুরু করেছে, দেখা গিয়েছে বেশ কিছু বছর পর গাছটি সুন্দর এবং ফুল ফলে ভরে গিয়েছে,যখন গাছটি আসতে আসতে করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ফুল ফলের পরিমাণ কমতে কমতে বেশ কয়েক বছর পরে খুব একটা ফুল ফল পাওয়া যাচ্ছে না ! দেখে কৃষক কখনো সেটা কেটে ফেলেন আবার সময় ফুরিয়ে গেলে গাছটির অন্তিম যাত্রা শুরু হয়ে যায়, এর পর কৃষক নতুন করে আবার শুরু করে থাকেন । এই হলো জীবন চক্রের একটি গোলাকার বলয়ের পরিসীমা, সেই পরিসীমা থেকে কেউ বাহিরে বেরিয়ে যাওয়ার আপাতত নতুন কোন রাস্তা নেই। এখানে এক একটি করে নতুন প্রজন্মের সৃষ্টি হতে থাকবে এবং পুরোনো বা বয়স্ক প্রবীন গাছ বা জীবের অবসান ঘটিয়ে তার বংশ বিস্তার লাভ করে নতুন সৃষ্টির স্রষ্

টা হিসেবে থেকে যাবে এই পৃথিবীতে। সেই কারণেই জীব জগতের শ্রেষ্ঠ জীব জাতি হিসেবে একমাত্র মানুষ কে আমরা সবাই জানি বা বুঝি, এই নিয়ে দ্বিমত পোষণ করার কোন কারণ নেই আমাদের হাতে, সেই কারণেই বলবো যখন তুমি ছোট্ট ছিলে সবার কাছে সমাদৃত হয়েছো ? শিশু কাল থেকে যৌবনে পদার্পণ, সেখানে সংসার, আর সংসার জীবনে এসে নতুন প্রজন্মের সৃষ্টি হতে সহযোগিতা করে গড়ে তোলা হয় তোমার মনকে। আর সেই সময়ে থাকে লোভ লালসা এবং কর্মক্ষমতা,যার কারণে তুমি তোমার সংসারের সমস্ত কিছু কে প্রস্ফুটিত হয়ে তুলেছো আর নতুন প্রজন্ম কে বড়ো করে তুলেছেন,যার জন্য তুমি এই সৃষ্টির পৃথিবীতে এসে সিদ্ধিলাভ করে চলেছ! তোমার জানা নাই তোমার একদিন বয়স হবে এবং মারা যাবে,এটা মাথায় থাকে না কোনো জীব জগতের কাছে? যখন তোমার চেতনা হলো তখন সমস্ত কিছু শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে, তার পরিবর্তন করতে পারাটা সম্পূর্ণ তোমার হাতে ছিল না বা থাকবে না। পৃথিবীতে সবাই কে এই সুন্দর পরিবেশ ছেড়ে যেতে হবে তার জন্য দুঃখ প্রকাশ করে কিছু লাভ নেই, আবার তুমি চিরকাল বিরাজ করলে পৃথিবীটা একটি নোংরা আবর্জনার স্তূপে ভরে যেতো, তখন এই পৃথিবীতে এতো সুন্দর কিছু থাকতো না! আসি বন্ধু দেখা হবে,সময় শেষে সবাইকে একদিন নয় একদিন চলে যেতে হবে! এটাই সৃষ্টির বিধান, কেউই একে খন্ডন করতে পারবেন না। সমস্ত কিছু কে শিকার করে নিয়ে শেষ দিনটিকে উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া আমাদের এটাই হবে লক্ষ্য।



Rate this content
Log in

Similar bengali story from Romance