গল্প হলেও সত্যি - চতুর্থ পর্ব
গল্প হলেও সত্যি - চতুর্থ পর্ব
হেনরি এসেছে | পর্ণা ওর সঙ্গে একটা পার্কে দেখা করেছে | হেনরি সবকিছু কনফেস করেছে - ও খুব গরিব ঘরের ছেলে | ছোটো বেলায় ওর বাবা মারা যায় | ও বড়োলোক হবার স্বপ্ন দেখতো | গ্রাজুয়েট হবার পর চাকরি খুঁজতে খুঁজতে একদিন ওর যোগাযোগ হয়ে যায় একটা ফ্রড এজেন্সির সঙ্গে | খুব তাড়াতাড়ি বড়োলোক হবার নেশায় হেনরি রাজি হয়ে যায় ওদের প্রস্তাবে | ওর সুন্দর চেহারার জন্য কোম্পানি ওকে মডেল হিসাবে ব্যবহার করতো | ওদের টার্গেট ছিল এশিয়ান কান্ট্রির মেয়েরা | হেনরির ফটো দিয়ে ফেক ফেইসবুক একাউন্ট খুলতো ওদের কোম্পানি | তারপর ব্যাপারটা এগোলে হেনরি যেত ঐসব মেয়েদের দেশে | প্রেমের অভিনয় করে শারীরিক সম্পর্ক করতো ওদের সাথে | তার সবটাই তুলে নিতো ভিডিও ক্যামেরায় | তারপর দেশে ফিরে হেনরি ঐ ভিডিও পৌঁছে দিত কোম্পানি কে | বিনিময়ে পেতো মোটা টাকা |
অল্প কিছুদিনের মধ্যেই কোম্পানি ওকে বাড়ি, গাড়ি, ড্রাইভার, হোম মেড সবকিছুই দিয়েছিলো | কিন্তু হেনরির খুব অনুশোচনা হতে শুরু করে | তারপর পর্ণার সাথে পরিচয়ের পর থেকে হেনরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলো যে ও আর এই কাজ করবেনা | কথা গুলো বলে হেনরি পর্ণার সামনে হাঁটু মুড়ে বসে দুহাত বাড়িয়ে দিয়ে বলে " রানী, তুমি চাইলে আমাকে পুলিশে দিতে পারো, আর নাহলে আমাকে একসেপ্ট করতে পারো | যদি ভারত সরকার পারমিশন দেয়, তাহলে আমি থেকে যাবো তোমার দেশে, তোমার কাছে | " পর্ণা তাকায় হেনরির দিকে - দেখলো ওর চোখে এক পৃথিবী ভালো বাসা | পর্ণার বুক কেঁপে উঠলো | এই ভালোবাসা ফেরানোর সাধ্য ওর নেই | পর্ণা হেনরির বাড়িয়ে দেওয়া হাত দুটো ছুঁলো | প্রকৃতিকে সাক্ষী রেখে ওদের ভালো বাসার মুহূর্ত টা চিরকালের জন্য স্থায়ী হয়ে রইলো |
...........
. (শেষ )