ঘর ভাড়া 300 টাকায় ভুত
ঘর ভাড়া 300 টাকায় ভুত
অধ্যায় ১: টাকার অভাবে ভূতের বাসা!
তন্ময় ঢাকায় নতুন চাকরিতে জয়েন করেছে। মেসে জায়গা নেই, হোস্টেলও ফুল।
হঠাৎ একদিন সে দেখে একটা বিজ্ঞাপন—
> "ঘর ভাড়া ৩০০ টাকা! সব সুযোগ-সুবিধা সহ। কেবল একটা ছোট সমস্যা — এখানে ভূত আছে।"
তন্ময় হেসে ফেলে।
"ভূত থাকলে আমি থাকবো না? আমিও থাকবো!"
সে ফোন করে লোকেশ সাহাকে, যিনি বাসার মালিক।
লোকেশ সাহা কেবল বলে,
"তুমি যদি সাহসী হও, আসো। ঘরটা তোমার। ভূত কখনো কাউকে খায় না... শুধু গল্প করে।"
---
অধ্যায় ২: ভূতের রুমমেট
তন্ময় বাসায় ঢোকার দিন রাত ১১টা।
ঘরটা পুরনো, কুলার বাজে, বাতিটা মাঝে মাঝে ফ্ল্যাশ করে।
রাতে সে ঘুমোতে গেলে, হঠাৎ পাশে একটা আওয়াজ—
“পেঁয়াজের দাম বাড়লো নাকি?”
তন্ময় জেগে উঠে দেখে, কেউ নেই।
ঘরের কোণ থেকে আবার আওয়াজ—
“টিকটক আবার চালু হয়েছে নাকি? নাচ শেখাবি?”
ভয় পেয়ে সে বলে, “কে আছিস?”
একটা ধোঁয়াটে ছায়া এসে সামনে বসে —
একটা ধোপদুরস্ত ধুতি পরা ভূত!
"আমি গহীন কুমার চৌধুরী। ১৯৪৭ সালে এই ঘরে মারা গেছি। এখন তুই আর আমি রুমমেট। ঘরটা তোর, কিন্তু ফ্রিজ আমার।"
---
অধ্যায় ৩: ভূতের নিয়মকানুন
গহীন ভূতের কিছু নিয়ম—
রাতে টিভি চালালে ভূতের মতামত নিতে হবে।
চা বানালে এক কাপ বেশি বানাতে হবে।
কেউ প্রেম করলে, ভূত প্রেম-পরামর্শ দিতে বাধ্য।
যদি ভূতের প্রিয় নাটক মিস হয়, সে দরজা বন্ধ করে দেয়!
তন্ময়ের জীবন এখন অদ্ভুত কিন্তু মজার— ভূতকে সে TikTok শেখায়, ভূত তাকে কবিতা লেখে শেখায়।
একদিন গহীন বলে,
“আমার জীবনে একটা ভুল ছিল… আমি কখনো প্রেম করিনি। তুই কি আমাকে প্রেম করানো শিখাবি?”
---
অধ্যায় ৪: ভূতের প্রেমের ক্লাস!
তন্ময় ভূতের জন্য Tinder অ্যাকাউন্ট খোলে — নাম: "Ghostly Ghani"
ছবি আঁকা হয় ধোয়ার।
অবাক কাণ্ড! এক মেয়ে ভূত “রুনু বালা” মেসেজ করে!
তন্ময় ও গহীন এখন ভূতের প্রেম নিয়ে ব্যস্ত।
তারা Zoom-এ ভূতের ডেট করে —
একবার গহীন বলে,
"রুনু বালার স্ক্রিন-শট নিয়েছি, ছায়ায় ছায়ায় ম্যাচ!"
---
অধ্যায় ৫: টুইস্ট – ভূতের বিয়ে!
এক রাতে তন্ময় দেখে গহীন আর রুনু দুই ধোঁয়ার ছায়া হয়ে রুমের কোণে বসে আছে —
তারা বলছে,
"তুই আমাদের বিয়েতে প্রধান অতিথি। আমরা এই ঘর ছেড়ে যাচ্ছি — কাশ্মীরে যাচ্ছি ভূত হানিমুনে!"
তন্ময় চোখ মেলে দেখে ঘরটা একদম নিঃশব্দ।
একটাই চিঠি পড়ে আছে—
“ধন্যবাদ তন্ময়! আমরা সুখে ভূত হয়ে গেলাম। এখন ঘরটা পুরোপুরি তোর। শুধু মাঝে মাঝে আমরা গল্প শুনতে আসবো।"
---
শেষ লাইন:
তন্ময় এখনো ৩০০ টাকায় সেই ঘরে থাকে।
ফ্রিজ এখনো গহীনের নামে রেজিস্টার্ড।
আর রুনু বালার ভূত TikTok-এ ৩ লাখ ফলোয়ার পেয়েছে!
