STORYMIRROR

Hasnur Khatun(রুbi🦋)

Abstract Romance Others

4  

Hasnur Khatun(রুbi🦋)

Abstract Romance Others

"এখনো অনেক দিন কাটানো বাকি "

"এখনো অনেক দিন কাটানো বাকি "

1 min
358

এখনো অনেক দিন কাটানো বাকি


পরিবার ছেড়ে দূর দেশে,

মনেরে বুঝিয়েছো কি বলে?

জানি তোমারও মন চায়,

তবে ছুটে আসো না কেন নিজের পাড়ায়।


দেশকে ভালোবাসে আপনকে দূর করে,

বহিরাগত শত্রু ও দেশের মাঝে

তুমি কি একা দাড়িয়ে!

ক্ষনিকের ছুটি নিয়ে,

কেনো পারো না দেখা দিয়ে যেতে। 


রাতগুলো যে ভীষণ কঠিন...

তুমি দূর পাহাড়ের দেশে ।

আমি এপাশ-ওপাশ করে,

তোমায় খুঁজি রাত ভোর।


বহুদিন দেখিনা তোমায়,

যদি পারো দেখা দিয়ে যেয়ো ।

শ্বাস প্রশ্বাসে,শিরায় শিরায়

তোমায় অনুভব করতে ইচ্ছে করে।


দেশের প্রতি তোমার যে আকর্ষণ,

অসহায়দের পাশে দাঁড়িয়ে

ছোটোদের প্রতি যে স্নেহের টান,

নেই অহংবোধ নেই অভিমান ।

বড়োদের প্রতি যে সন্মান ,

তুমি সত্যিই এক মহান ।


শুধু ভয় করে...

কোনো দুর্ঘটনা যদি তোমায় পেয়ে বসে!

দীর্ঘ অপেক্ষার পর তোমায় পেয়ে,

তোমাকে হারানোর আর শক্তি নেই।

তোমার সাথে যে এখনো

অনেক দিন কাটানো বাকি ।




Rate this content
Log in

Similar bengali story from Abstract