Black Panther ( পর্ব ২)
Black Panther ( পর্ব ২)
মাতাল ছেলেগুলোকে মারার পর Panther দিশাকে বলে--" ম্যাডাম আপনার বাড়ি কোথায়?? বসুন বাইকের পিছনে,, পৌছে দেব।
চিন্তা করবেন না । আমরা মদ খেলেও মেয়েদের সম্মান নিয়ে খেলি না।
দিশা ঘরে পৌছে,,,, " মা,,,,,," বলে কাঁদতে থাকে।
দিশার মা রচনাদেবী অবাক হয়ে গিয়ে বলেন --"কি হয়েছে সুমি,,,,,, বল।
বল আমায় ।"
ঘরে দিশাকে সুমি বলে ডাকত ।
দরজার সামনে রচনাদেবী,,, একটা ছেলেকে দেখে অবাক হয়ে যায় ।
রচনাদেবী-- " এই তুমি কে?? কেন এসছ??" 😡😡
দিশা তক্ষুনি বলে ওঠে -- " মা,,, ওকে কিছু বোলোনা । ও না থাকলে আমি আজ শেষ হয়ে যেতাম।"
রচনাদেবী -- " কি হয়েছে??? আমায় বল না ।"
দিশা-- " আজ আমাকে তিনটে মোদোমাতাল ছেলে রেপ করতে চেয়েছিল । ও আর ওর বন্ধুরা আমায় বাঁচিয়েছে । তার জন্য মার খেতেও হলো ওকে ।"
রচনাদেবীর জেন বুক ধরফর করে উঠলো
বললেন -- " রেপ করতে এসছিল???"
দিশা--" হ্যা মা। আমি ওর প্রতি কৃতজ্ঞ ।"
রচনাদেবী দেখেন,,,,,, সত্যিই ছেলেটার,,, হাতে,, মাথায়,, অনেক জায়গায় কেটে গেছে । বুঝতেই পেরেছেন,,, দিশাকে রক্ষা করতে গিয়েই ও ব্যথিত হয়েছে ।
রচনাদেবী-- " ভেতরে এস। তোমার অনেক জায়গায় কেটে গেছে । bandait করেদি ।"
Panther-- " না না,,,, ঠিক আছে । ওসবের দরকার নেই । কোন মেয়ের সম্মান নিয়ে খেলছে,,, আর দাড়িয়ে দাড়িয়ে এটা আমি দেখব । এতো বোকা আমি নই। আমার ও মা,, বোন আছে। "
রচনাদেবী--" তবুও এসো । আমার মনটা একটু শান্তি পাবে ।"
রচনাদেবী Panther এর কাটা জায়গায় bandage করে দেন।
রচনাদেবী-- " তুমি কি কর??"
Panther-- " আমি সাধারণ ট্যাক্সি ড্রাইভার । "
রচনাদেবী-- " তোমায় একটা কথা বলবো?? একটা উপকার করবে??"
Panther-- " কি কথা??? বলুন ।"
রচনাদেবী-- " আমার মেয়ে রোজ এই সময়ই বাড়ি ফেরে । তুমি ওকে তোমার ট্যাক্সি করে বাড়ি পৌছে দিতে পারবে?? জানি এতো রাত অব্দি ট্যাক্সি চালাওনা। তবে যা ভাড়া তার বেশি আমি দিয়ে দেব।
এইটুকু উপকার করতে পারবে??"
Panther-- " হ্যা, আমি বাড়ি পৌছে দেব ওনাকে।"
সেই সময়ই হঠাত্ Panther এর ফোন বাজে
ফোনে শোনা যাচ্ছে কেউ বলছে-- " দাদা তুই এখনও বাড়ি এলিনা?? আর কখন আসবি??"
Panther-- " এই তো তিথি এক্ষুণি আসছি । রাগ করিসনা ।"
Panther -- " দেখেছেন,, একটু দেরি হলেই আমার বোন রাগ করে । আমি আসি।"
ক্রমশ প্রকাশ্য

