STORYMIRROR

Sanjoy Roy

Abstract Tragedy Others

3  

Sanjoy Roy

Abstract Tragedy Others

বিজয়া

বিজয়া

1 min
205

আজ বিজয়া দশমী । বছর দুয়েক আগে অমিত দুগ্গা বিসর্জনের সময় রাঁধার কপালে‌ আবীর এর জায়গায় সিঁদুর পরিয়ে দিয়েছিল। সপ্তমী অষ্টমী নবমী সেই একসাথে ঘুরে বেড়ানো স্মৃতি আজ । অমিত এবার নবমীর দিন বাড়িতে, বাড়ির বাইরে থাকে কোন একটা কোম্পানিতে কাজ করে তাই সেভাবে রাধার সাথে দর্শন টা হয়ে ওঠেনি । আজ দশমীর দিন সকালে দেখা পুজোর মণ্ডপে সিঁদুর খেলার মুহূর্তে স্বপ্ন ভরা চোখে হঠাৎ দেখা, রাধার সাথে। অমিত পুজোর মন্ডপে মণ্ডপে প্রোগ্রামগুলোতে গান করতো। রাধাকে তার গান ভালো লাগতো, অমিত তেমন গায়ক নায়ক নয় এমনি শখের বসে গান করত তবে ভালো গাইতো। রাধার সেই আগের চেহারা কেমন যেন শুকিয়ে কাঠ হয়েছে । কোলে তার এক ফুটফুটে বাচ্চা।

অমিত রাধাকে যেমনি রাধা! বলে ডাকবে... 

 তখনই পূজোর মাইক থেকে কিশোর কুমারের কন্ঠ থেকে বেজে উঠলো - " জানি যেখানেই থাকো এখনো তুমি যে, মোর গান ভালোবাসো ।

আমি তাই গেয়ে যাই গান শুনে, তুমি কাছে যাতে ছুটে আসো!  

মোর গান ভালোবাসো। "



Rate this content
Log in

Similar bengali story from Abstract