STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Tragedy

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Tragedy

বিচ্ছেদ পত্র

বিচ্ছেদ পত্র

3 mins
247


প্রিয়.....

আজ যখন নতুন করে মুক্ত পাখির মত নিজেকে মেলে ধরলাম নীল আকাশের নিচে, তখন কেমন মনে হচ্ছিল নিজেকে। কই সেই আগের মত মুক্ত হতে পাড়িনিতো! কোথাও কি... মুক্তির সাথেও আমার বিচ্ছেদ ঘটে গেছে। যখন নতুন করে আবার ছোটবেলার স্মৃতিঘেরা নিজের বাড়িতে পা.... রাখলাম তখন সবাই পিছনে চাপা স্বরে বলছিল, বিচ্ছেদটা কি...খুব জরুরি ছিল, একটু মানিয়ে গুছিয়ে চললেই হত। এখন কার ব‍্যাপার স‍্যাপার কিছুই বুঝিনা বাপু, কথা নেই বার্তা নেই একটাই শব্দ বিচ্ছেদ আর বিচ্ছেদ। কথাগুলো যখন কানে আসে খুব হাসি পায় জানিস। বিচ্ছেদ কি... অত সহজে হয়, হয়না! আর সব থেকে বড়কথা ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদ কি.তাড়াতাড়ি ঘটে। ঘটেনা! আমাদের সম্পর্কেরও বিচ্ছেদ একদিনে ঘটেনি।


প্রথমে বিচ্ছেদ ঘটেছে সময়ের, তারপর অনুভূতি, রাগ, দুঃখ, অভিমান, আমার সমস্ত কিছুর সাথে একটু একটু করে বিচ্ছেদ ঘটেছে তোর, আর সব শেষে বিচ্ছেদ ঘটেছে মনের। তোর আমার মনের যে যোগ ছিল সেটার। আর তারপর সম্পর্কের বিচ্ছেদ। কি.... বলতো যখন সম্পর্কটা বিচ্ছেদের জায়গায় দাঁড়ায়, তখন কোন কিছুই অবশিষ্ট থাকেনা সেই সম্পর্কের মধ‍্যে। সাতপাকের সাতটা গিঁট অনেক আগেই খুলে যায় সেই সম্পর্কে, আর গাঁটছড়ার অদৃশ‍্য সূতোও তখন আলগা।


অনেক চেষ্টা করেছি অনেকটা সময়, ও সুযোগ দুটোই তোকে দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি! শেষমেশ সেই শূন‍্যতেই এসে ঠেকেছে। আসলে এটাই হয়তো হওয়ার ছিল। আমি অনেক চেষ্টা করেছি জানি তোর সময় খুব কম তাই মানিয়ে নিয়েছিলাম নিজের মনকে, কিন্তু সময়ের তালে তালে আমার অনুভূতি, আমার অস্তিত্ব, সবকিছুই যে তোর কাছে মূল‍্যহীন হয়ে পড়বে সেটা কোনদিনও ভাবিনি! আমি যে... তোর জীবনে অবাঞ্ছিত আগাছা হয়ে যাব ভাবতে পাড়িনি! তবে যেদিন বাস্তবটাকে ফিল করতে পারলাম, না একটু ভুল হচ্ছে তুই বাস্তবটাকে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, সেই দিন বুঝলাম আমাদের সম্পর্কের বিচ্ছেদ অনেক আগেই হয়েগেছে তোরদিক থেকে, আমি শুধু সেটাকে বৃথা বহন করে নিয়ে চলেছি।


তাই ঠিক করলাম আর এই সম্পর্ককে বয়ে বেড়িয়ে লাভ নেই, বিচ্ছেদ হয়ে যাওয়াই ভালো। তাই তোকে প্রস্তাবটা দিলাম। তবুও মনের কোথাও একটুখানি ক্ষীন আশার প্রদীপ জ্বলছিল, তুই হয়তো বিচ্ছেদ চাইবি না, কিন্তু আমার সমস্ত আশার আলোকে দমকা ঝড়ের মত প্রবল হাওয়ার দাপটে নিভিয়ে দিয়ে তুই বলে উঠলি, হ‍্যাঁএটাই ভালো। আমিও আর নিতে পারছিনা, রোজ রোজ তোর এই ঘ‍্যানঘ‍্যানানি। সেদিন খুব কেঁদেছিলাম তবে তোকে বুঝতে দিইনি! অবশ‍্য তুই বুঝতেও চাসনি.... তখনতো তুই আমার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিস।


তোর হৃদয়ের চোরাবালির স্রোতে কখন যেন চাপা পড়েগেছে আমার ভালোবাসার মহিরুহ আর স্থাপিত হয়েছে মস্ত বড় বষবৃক্ষ। আমি যে কখন তোর একান্ত আপন থেকে একেবারে পর হয়ে গেলাম টেরই পেলামনা।

একবার বন্ধন গড়েও যখন বিচ্ছেদ হলো তখন আর নিজেকে নতুন করে কোন বন্ধনে জড়াবোনা ঠিক করে নিয়েছি, এই বন্ধন গড়া আর ভাঙ্গার সুন্দর, মিষ্টি এবং তিক্ত স্মৃতিকে সঙ্গী করে বাকি জীবনটা কাটিয়ে দেব। তবে তোকে একটাই কথা বলব নতুন করে যে... বন্ধনে নিজেকে জড়াবি,সেই বন্ধনের সঙ্গে যুক্ত মানুষটাকে আগলে রাখিস যত্নে। প্রথমবারের মত একই ভুল দ্বিতীয়বার করিস না। খুব... খুব...খুব ভালো থাক তুই জীবনে। আগামীদিন তোর রঙিন ও সুন্দর হোক এই কামনা করি। আর এই বিচ্ছেদ বা মুক্তি যাই বলিস না কেন এটাই তোকে দেওয়া আমার শেষ উপহার।

বিদায়


ইতি

তোর ব‍্যার্থাঙ্গীনি।





Rate this content
Log in

Similar bengali story from Romance