STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Classics

4  

Partha Pratim Guha Neogy

Classics

বৈদ্যুতিন বার্তা

বৈদ্যুতিন বার্তা

1 min
326

রাতের বাইপাস চারিধার নিস্তব্ধ ও সুনসান। এর মধ্যে চমকে দিয়ে ঢুকলো দু বাক‍্যের একটা বৈদ্যুতিন বার্তা । আর সেটা পড়ার পরই মনে হয়েছিল এত দিন সে যা লিখেছে, তাকে এক লহমায় নস্যাৎ করতে পারে এই দুইটি লাইন।


ললিতার মোবাইল স্ক্রিনে ফুটে উঠেছিল, ‘আঁখি হইতে আঁখিপানে উড়িয়া গিয়াছে বিহঙ্গ । আঁখির ভাষায় ছিল দ্বারের অন্তরাল।’


আর তারপরেই রাতের বাইপাস চিরে হু হু করে ছুটে চলা গাড়ির ভেতর বসে বার্তা প্রেরকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সে।

কিছু মাধুর্যে অতলান্ত অবধি ডুবে যেতে নেই। ললিতার সবে চল্লিশ, আগাগোড়া সংসারী।



Rate this content
Log in

Similar bengali story from Classics