STORYMIRROR

Rima Goswami

Inspirational Others

2  

Rima Goswami

Inspirational Others

as a author

as a author

2 mins
117

যারা Author তারা অবশ্যই প্যাসনেবল তাদের পেশা নিয়ে । আসলে জীবনেও তারা আর পাঁচটা মানুষদের থেকে একটু আলাদা বৈকি । তাদের পছন্দ গুলো অনেক সময় একটু বেয়াড়া । সেটা আবার সর্বসমক্ষে বলতেও তারা লজ্জিত নয় । author যদি আবার নারী তাহলে তো কথাই নেই । লোকে বলবে হ্যাঁ ওইটা তোমার পছন্দের ! তাও আবার ফলাও করে বলছ ! বলিহারি যাই তোমাকে ভাই !

আরে মশাই আমি আলাদা তাই আমার কলমের প্রতিটা স্ট্রোক ফুটিয়ে তোলে জীবনের এক একটা গিরিখাত । যেখানে হয়ত কেউ পৌঁছাতে পারে না । লেখক ইরোটিক লিখলো তো তাকেও ইরোটিক ভাবে হ্যান্ডেল করার চেষ্টা একটু বেশি বাড়াবাড়ি কারণ ভুলে যাবেন না সে কিন্তু ক্রাইম নিয়েও লেখে । সমাজের কাছে লেখক লেখিকা ভার্চুয়াল ভাবে ভালো কিন্তু একবার সামনাসামনি মিশে হয়ত তাকে অনেক সময় ভিন গ্রহের প্রাণী বলেও মনে হতে পারে । আর ঠোঁট কাটা , বদমাশ , মুখের ভাষা খারাপ এই ধারণা গুলো তো তার লেখা পরেও অনেকে করে । আপনার মুখে গালিগালাজ অমৃত আর আমরা গল্পের খাতিরে সেটা ব্যবহার করলেই ফেমিনিস্ট , গালাগালিবাজ ! হায়রে সমাজ !

লাগুক আমাকে ভিন গ্রহের বা ঠোঁটকাটা তবুও আমি বলব আমার পছন্দের ফিল্ম ইজাজত , ফিফটি সেডস অফ গ্রে । আমার পছন্দের হিরো দেবানন্দ , নাসিরউদ্দিন , মিকেলি মোরণে । আমার পছন্দর গান মিলন হবে কত দিনে এবং i see the red ... ন্যাচরলি আমার ইংলিশ পপ সংগীত পছন্দ । এছাড়া অজস্র আছে শুনলে ভালো লাগবে না । এই যে কটা বললাম এতেও অবাক হয়ে যাবে অনেকে যে তাদের সল্লু কে ছেড়ে নাসিরউদ্দিন আসে কোথা থেকে ? মিকেলি মোরণের মত ইতালিয়ান ইরোটিক পপ সিঙ্গার আর অভিনেতাকে সোজাসুজি বলি কি করে ক্রাশ ! বাংলা গানের ভান্ডারকে অবহেলা করি কি করে ?etc etc ...

সত্যি বলতে সরাসরি আমাকে চেনে এমন মানুষ কম । তারা আমাকে চেনে আমার অন্তরমনকে না । চেনাটা ভালো ও নয় । আমার কেন জানিনা মনে হয় বই , ইন্টারন্যাশনাল ফিল্ম , গান এই গুলো নিয়ে থাকলেই আমি মোটিভেট হই । সেই কারণেই ভার্চুয়াল থেকেই প্রমান দি , ওরে আমি আছি সশরীরে । করোনা এখনো আমাকে উপরের টিকিট কেটে দেয়নি ।।



Rate this content
Log in

Similar bengali story from Inspirational