অপেক্ষা শান্তনু ত্রিপাঠি
অপেক্ষা শান্তনু ত্রিপাঠি
সরলা এই প্রথমবার বাড়ির বাইরে বেরিয়েছে ছেলের সঙ্গে তীর্থভ্রমনে। সদ্য মাতৃত্ব প্রাপ্ত বৌমা বাপের বাড়িতে। রজত স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে সরলাকে বসিয়ে টিকিট কাটতে গিয়েছে। পাঁচ মিনিট সময় চার ঘণ্টায় পৌঁছেছে প্রায়। সরলা কানে তেমন শুনতে পায় না, চোখও প্রায় একরকম। সহজ সরল সরলা বুঝতে পারে না কি করবে ।ফেরার রাস্তা জানা নেই। নিজের ছেলেকে অবিশ্বাস করতে মন চায় না। গর্ভধারণের নয় মাস দশ দিনের থেকেও এই চার ঘন্টা সময় অপেক্ষা তার বেশি মনে হয়।
