জীবন মানে
জীবন মানে
জীবন মানে
শান্তনু ত্রিপাঠী
জীবন মানে কল্পনাতে মোড়া,
জীবন মানে সমস্যা দেশজোড়া ,
জীবন মানে সবকিছু রঙিন
জীবন মানে - স্বপ্ন সাজার দিন ।।
জীবন মানে হাজার বোঝাপড়া,
জীবন মানে - স্বপ্ন ভাঙা-গড়া ,
জীবন মানে মন কেমনের রাত,
জীবন মানে- মিষ্টি সুপ্রভাত ।।
জীবন মানে নতুন কিছু ভাবনা
জীবন মানে সমস্যা যা থাকনা !
জীবন মানে এগিয়ে চলার গল্প
জীবন মানে টিকে থাকার সংকল্প ।।
জীবন মানে নতুন সূর্য ওঠা
জীবন মানে নদীর জোয়ার ভাটা
জীবন মানে হার না মানা জেদ
জীবন মানে অন্যায় - উচ্ছেদ ।।
জীবন মানে - জিতে নেব সব,
জীবন মানে - সিংহ সম রব
জীবন মানে নেইকো মনে ভয়,
জীবন মানে হারবোনা কখনই ।।
(সমাপ্ত)
বিঃ দ্রঃ-মানসিক অবসাদে কত ফুল ঝরে যাচ্ছে অহরহ।অবসাদের বিষফুল বপন হচ্ছে মস্তিষ্কে,ফলত: মানুষ মুক্তি খুঁজতে আত্মহননের সহজ পন্থাকে বেছে নিচ্ছে। জীবনের মূল্য মানুষ জানে না।
ব্রেকআপ, অর্থহীনতা, ব্যাবসা বন্ধ বা অনেক ধারদেনা, ব্ল্যাকমেলিং------এমন হাজার একটা আত্মহত্যার কারন বা অজুহাত বিদ্ধ করছে সমাজকে।
জীবন কোনও ক্ষুদ্র বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা, টান, স্বপ্ন। তাই মৃত্যুতে জিৎ হয় না, হয় হারের জয়।
[ আপনার যা সমস্যা আছে তা আপনি আপনার মা-বাবা বা কাছের মানুষকে জানান,আইনের সাহায্য নিন, মানসিক রোগের ডাক্তারবাবু দেখান তবু আত্মহত্যা করবেন না]
যারা আত্মহত্যা প্রবন মানুষ তাদের জন্য এই কবিতা/ছড়া টা পোষ্ট করলাম।যদি একজন ও এই পড়ে আত্মহননের পথ থেকে সরে আসে তাহলে আমার লেখনী স্বার্থক।
এই কবিতাটি পশ্চিম মেদিনীপুর জেলার মালিগ্রাম থেকে প্রকাশিত "সেতু" ই-পত্রিকায় প্রকাশিত হয় 02/06/2021 -এ। পরে প্রতিলিপি অ্যাপসে প্রকাশিত হয়।
