অনুশোচনার অপেক্ষায়
অনুশোচনার অপেক্ষায়


এরকম কেন হয়,,
মনে হয় ভাগ্য নামক জিনিসটা নির্মম ভাবে পরিহাস করেই চলেছে।
যার জন্যে এতোদিন আমি অসহায়ের মতো কষ্ট পেলাম, মনে হতো যেনো কোনো অভাগিনী নিজেকে!
আজ সেই এসে আমাকে এমন ভাবে এক অসহ্যকর পরিস্থিতি তে ফেলে দিবে আমি জানতাম না!
কেনো করলো এরকম! এইরকম না হলেও পারতো।
আমার এরকম অবস্থার জন্যে ভাগ্য কে দায়ী করবো নাতো কি!
ছিহঃ এতো এতো খারাপ অনুভূতি নিয়েও যে বাঁচতে হবে কখনো ভাবিনি।
যে নিজের ভালোবাসাকে সম্মান করতে পারেনা! বোকামী করে হারায় সব তাকে কি বলবো!!
ভাষা নেই আমার, বন্ধুত্বের এভাবে একটা ভাঙ্গন ঘটিয়ে সে ভেবেছে খুব মহৎ কাজ করে ফেলেছে।
অথচ যার অসহ্যকর অনুভূতি হচ্ছে তার মনে যে কি চলছে সেইটা কখনোই জানতে পারবেনা আর!
আচ্ছা শান্ত কি মনে করলো!
এর আগেও দুই দুইবার ওর যে অপমান টা হয়েছে আমার জন্য
এরপর কোন মুখে ওর সামনে যাবো!
ওর সাথে শেষ কথাটাও বলা হলো না আমার
আচ্ছা ওই কি ভাবলো! আসলে কি কথা হয়েছিলো! এবার আমার জন্য না জানি কি সহ্য করা লেগেছে!
এমনিতেই ওর মনের অবস্থা খুব খারাপ ছিলো।
আবার আমার জন্য ওর কি শুনতে হলো!
খুবই অনুশোচনা হচ্ছে!
কেনো যে খাল কেটে কুমির আনতে গেলাম।
এরকম হবে জানলে কখনোই হতো না।
আমার কোনো মুখ নেই শান্তর সাথে কথা বলার
এমনিতেও সব যোগাযোগ বিচ্ছিন্ন ওর সাথে আমার।
আমি কখনোই ভাবিনা যে কোনো ঝামেলা হবে আমাদের বন্ধুত্বে। আমার এখনও বিশ্বাস হচ্ছেনা।
আমি কি করবো এখন কিছু ভালো লাগছেনা!
অপেক্ষায় থাকবো শুধু
একদিন সব ঠিক হয়ে যাবে
আমার কোনো ভূল নেই সে হয়তো বুঝবে!
আমার খুব ভালো বন্ধু হয়ে থাকবে!
শুধু অপেক্ষা ছাড়া আর কিছুই নেই করার
আমার কোনো দোষ নেই শান্ত
আমি জানিনা কিছুই
ক্ষমা করে দিও