" অদ্ভুত বিলাপ "
" অদ্ভুত বিলাপ "
কখনো কখনো একটি পথ দুই দিকে চলে যায়,
শুরু হয় নুতন পথের, নুতন পরিবেশের।
নুতন, নতুনত্ব এগুলো কার না পছন্দz!
তাইতো পুরোনো কোন কিছু আমাদের সাথে চিরস্থায়ী হয় না কিংবা রাখিনা।
আমরা যা চাই তা মন চায় না, আবার মন যা চায় তা আমরা চাই না।
আবার যদি কখনো ভুলেও মনের সাথে আমাদের মিলে যায় তো পৃথিবী চায় না৷
কি এক আজব দুনিয়া, কিসব আজব মানুষ এবং মানুষের নিয়তি।
