STORYMIRROR

Saidul Islam Tuhin

Tragedy Thriller Others

3  

Saidul Islam Tuhin

Tragedy Thriller Others

"বেখেয়ালি ভাবনা"

"বেখেয়ালি ভাবনা"

1 min
546

চারদিকে এলোমেলো বাতাস

অন্ধকার ভুবনে দাড়িয়ে আমরা।

 চাইলেও ধরতে পারছি না তোমায়,

না পারছি আলতো ছুয়ে দিতে।

 না তুমি সাধ্যের বাহিরে নও ,

তুমি ইচ্ছের বাহিরে।

চাওয়া পাওয়া গুলে আজ থমকে গেছে,

ভেস্তে গেছে সব রীতিনীতি।

 মনটা যে খাচায় আটকে গেছে,

 গাইছে না আর সুখ দুঃখের গীতি।

এভাবেই চলবে? নাকি পাল্টে যাবে জীবনের সুর!

নাকি পুরোটা সময় দেখবো নৃত্য করছে সেই চিরচেনা অসুর।

 এলোমেলো এই সময়ে মনে বাধে কত জটলা,

আবার ভাবি সব ধুয়ে যাবে বেধে রাখি সব পটলা । 

 


Rate this content
Log in

Similar bengali story from Tragedy