Soumyadip panda

Abstract Drama Crime

4  

Soumyadip panda

Abstract Drama Crime

আমি এক বিশ্বাসি

আমি এক বিশ্বাসি

1 min
268


অনেক বছর পরে সে এক বিকেলে, তোমার সাথে দেখা হবে ভাবতে পারিনি আমি

নদীর তীরে দারিয়ে আমি, মুখ বর্তি দাড়ি, এলোমেলো চুল সিগারেট হাতে, ময়লায় জ্বরা হলুদ পাঞ্জাবি, 

তোমায় আমি চিনেছিলাম প্রথম দেখাতেই. তোমার কাজল চোখে তাকিয়েই, 

অনেক ক্ষন তাকিয়ে ছিলাম তোমার দিকে, তাপর তোমার দৃষ্টি পরলো আমার ঝাপসা চোখে 


সেই সময়টায় বোধহয় তুমি একটু বিরক্ত হয়েছিলে, অচেনা এক পাগল, এলোমেলো চুল,মুখ বর্তি দাড়ি নিয়ে কেন তোমার দিকে তাকালো?

তুমি রেগে জখন কাছে এসে জিজ্ঞেস করেছিলে আপনি কেন এভাবে তাকিয়ে আছেন?


আমি উত্তর দিতে পারিনি! 

তোমার কন্ঠসর সুনে এই বুকের বা-পাশটায় একটা জাকুনি দিল, তুমি খুব সহজেই ভুলে গেলে....?


আবার কতক্ষণ পরে জিজ্ঞেস করেছিলে আপনি কি কথা বলতে পারেন না..?

অনন্যা' আমি তখন কাঠের টুকরো হয়ে গিয়েছিলাম 

ইচ্ছে হয়েছিলো যদি আমি কিছু সময়ের জন্য শূন্যেতায় বিলিন হতে পারতাম!

হয়তো তোমার শহরের বাতাসে মিশে, তোমার হাতের আঙুল ছুয়ে বলে দিতাম -আমি এক বিশ্বাসি।


Rate this content
Log in

Similar bengali story from Abstract