Sipra Debnath

Romance Classics Fantasy

4  

Sipra Debnath

Romance Classics Fantasy

আমার বন্ধু

আমার বন্ধু

2 mins
272


নিস্তব্ধ রাত চারদিক নিশ্চুপ সবচাইতে ভালো সময়। দিনের আলোয় কত হট্টগোল মানুষের গিজগিজ। অথচ এত ভিড়ের মাঝেও তোমার সঙ্গে তখন কেউ নেই। নিঃসঙ্গ হলেও তাকেই নিজের বন্ধু হিসেবে বেছে নিয়েছি। রাতের সাথে যেমন খুশি খুনসুটি করো। কেউ তোমায় কিছু বলতে পারবে না সে নিজেও বিরক্ত হয় না রাগ করে না খারাপ কথা বলে না। বরং খুব মিষ্টিমধুর ব্যবহার ওর । সবচাইতে মজার ব্যাপার ওর সাথে আরো সঙ্গী আছে চাঁদ তারা জোছনা অন্ধকার আর জোনাকিরা।ওদের মধ্যে যদি কারো সাথে আমার একটু বেশি ভাব হয়েও যায় কখনো,সে রাগ করে না তখন ও বরং খুশি হয়।তাই তো কখনো তারাদের ভিড়ে হারিয়ে যাই আমি।দু'একটা তারা তো এমন ভাবে তাকায় আমার দিকে যেন কতকালের গভীর সম্পর্ক ওদের সাথে আমার। রাত ও সবকিছু দেখতে পায়

কিন্তু কিচ্ছু বলে না আমায়। আবার কখনো আমি শুক্লা একাদশীর চাঁদের দিকে নিষ্পলক তাকিয়ে থাকি, সাদা কালো মেঘের সাথে ওর লুকোচুরি খেলার অংশীদার হই। তবু রাত আমার কিচ্ছু বলে না।পূর্ণিমার চাঁদের জোছনায় মুগ্ধ হয়ে আমি সেখানে পরম তৃপ্তিতে অবগাহন করি সম্পূর্ণ ভিজে যাই জোছনায় ডুব সাঁতার কাটি স্নান করি তবু রাত আমার কিচ্ছু বলে না। অন্ধকারের সাথেও আমার ভালই ভাব হয়েছে। অন্ধকার যখন আসে সে আমাকে লুকোতে সাহায্য করে। তখন চাঁদ-তারা জোছনা ওরা কেউই আমাকে খুঁজে পায়না দারুন লুকোচুরি খেলা জমে ওঠে। রাত ও খুঁজে পায়না আমাকে। তবু সে রাগ করে না আমার সাথে।ঝগড়া করে না ও জানে আমি ওর সাথেই আছি এটা ওর বিশ্বাস। তাইতো আমি ওকে এত ভালোবাসি।আবার জোনাকিদের দুই-একটা এসে মাঝে মাঝে ঘরে এসে ও আমাকে দেখে যায় দু'চারটা কথা হয় আমাদের মধ্যে, তখন অন্ধকার ও উপস্থিত থাকে তবু রাত আমায় কিছু বলেনা। কেন ভালোবাসবেনা রাত আমায়! আমি যে ওর জন্যই জেগে থাকি একটুও ক্লান্ত বোধ করি না। সত্যি বলছি অকপটে স্বীকার করছি আমি রাত কে ভীষণ ভালোবাসি। আমাদের দুজনের ভালোবাসা চিরস্থায়ী।


Rate this content
Log in

Similar bengali story from Romance