STORYMIRROR

Bisweswar Mahapatra

Abstract Others

3  

Bisweswar Mahapatra

Abstract Others

উত্তরায়ন

উত্তরায়ন

1 min
264


এই প্রথম রৌদ্র আমার ঠিকানায়,

 আমার দেহের হৈমন্তিক শীতকাঁটায় ছুঁয়ে—

বলে গেল তোমার উষ্ণতা চাই?

জানো,আমি তোমায় অনেকটা উত্তাপ দিয়ে

 তরতাজা করে রাখতে পারি৷

এখন দুপুরবেলায় যদি তোমার শীতঘুম আসে,

আমি তোমার মাথায় বিলি কেটে দেবো৷

তোমার শ্রান্ত শরীর তার মৌতাত নেবে মেখে৷

আমায় শুধু একটু স্থান দিও তোমার আঙিনায়,

আমি যে তোমার জন্য চিরন্তনী উত্তরায়ণ৷

দক্ষিনায়ন যবে চলে যায় বাদল শেষে

 শরৎ মেঘের সাথে শীতঘুমে 

আমি তখন হিমানী ঝরিয়ে পল্লবে পল্লবে

ঋতুমতী প্রকৃতির আঙিনায় ৷

অনন্ত জৌলুসে কোমলতায় জাগি—

তোমার জন্য নবরূপে প্রতিবার ,

শুধু তোমায় একটু উষ্ণতা দেবো বলে৷

আমি যে উত্তরায়ন৷



Rate this content
Log in

Similar bengali poem from Abstract