STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

উর্মিলা

উর্মিলা

1 min
157

রামায়ণের রাম সীতা সবার জানা শোনা

উর্মিলা তুমি কোথায় বসে ওগো আনমনা

রামের সাথে লক্ষণ সীতা কেন একেলা

দেখা দাও একবার ওগো তুমি উর্মিলা

রামের সাথে গেল সীতা চোদ্দ বছর বনবাসে

লক্ষনও গেল চলে রইলে তুমি উদাস বসে

ভাবল না কেউ ওগো তোমার কথা

কে ভাঙ্গিবে ওগো তোমার সেই নীরবতা

কোন পাপে হলে ওগো তুমি উপেক্ষিতা

কে শোনাবে ওগো তোমার ত্যাগের গাথা

চোদ্দ বছর ধরে সইলে যে বিরহ যাতনা

বুঝলো না কেউ তোমার প্রাণের বেদনা

রামায়ণের মনিকোঠায় রইবে তোমার স্থান

স্নিগ্ধ দীপশিখা সম তুমি রবে  অম্লান ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract