উর্মিলা
উর্মিলা
রামায়ণের রাম সীতা সবার জানা শোনা
উর্মিলা তুমি কোথায় বসে ওগো আনমনা
রামের সাথে লক্ষণ সীতা কেন একেলা
দেখা দাও একবার ওগো তুমি উর্মিলা
রামের সাথে গেল সীতা চোদ্দ বছর বনবাসে
লক্ষনও গেল চলে রইলে তুমি উদাস বসে
ভাবল না কেউ ওগো তোমার কথা
কে ভাঙ্গিবে ওগো তোমার সেই নীরবতা
কোন পাপে হলে ওগো তুমি উপেক্ষিতা
কে শোনাবে ওগো তোমার ত্যাগের গাথা
চোদ্দ বছর ধরে সইলে যে বিরহ যাতনা
বুঝলো না কেউ তোমার প্রাণের বেদনা
রামায়ণের মনিকোঠায় রইবে তোমার স্থান
স্নিগ্ধ দীপশিখা সম তুমি রবে অম্লান ।।
