STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

উপলব্ধি

উপলব্ধি

1 min
352

Nov 17  Mystery  Team A


উপলব্ধি  

মানিক চন্দ্র গোস্বামী


রাতের গভীরতায় নিবিড় অন্ধকারে,

বেড়ে ওঠে রহস্য।

প্রকৃতির অট্টহাস্য

গাছের পাতায় বাতাস ঘর্ষণে।

তোমার স্পর্শের আড়ালে,

বাহু বন্ধনের অন্তরালে,

প্রেমের যথার্থ মিশ্রনে

সৃষ্টির রহস্য বিদ্যমান।

জ্ঞানদীপ্তির পূর্ণালোকে

মতাদর্শের সুবর্ণ গোলোকে,

চেতনার রহস্যের স্বাভিমান।

জীবনের সাগর তটে,

প্রয়োজনের তাগিদে ছুটে,

শরীর, অঙ্গ যখন ক্লান্ত,

শান্তির রহস্য খুঁজে

ভাবুক চিত্ত পরিশ্রান্ত।

তোমার দীর্ঘশ্বাসে, হৃদস্পন্দনের ছন্দে,

শরীর তরঙ্গে নিমজ্জনের রহস্য।

আবৃত কলেবরে বিদ্যুতের চমক,

মোহের অন্ধকারে ডুবুরি খোঁজে প্রাণ।

নবীন প্রাণের উত্থান রহস্য,

উন্মোচনে স্বর্গসুখের আনন্দ।

ছক বাঁধা জীবনে অভীষ্ট পূরণ।

অন্ধকারের অতলে নিমজ্জিত রহস্য

ভেদ হয় নতুন অরুনোদয়ে।

জীবনযাত্রা ও জীবনের ধারা

অক্ষত রয় আলোর অভ্যুদয়ে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract