STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

তুমি

তুমি

1 min
257


মনের গোপন কোনে তোমার স্মৃতি

রাখা আছে অতি যত্নে,

সেই স্মৃতি সব সময় রঙিন,

সময় চলে গেলেও সেই স্মৃতি

হয়নি মলিন।

তোমার সাথে কাটানো প্রত‍্যেকটা

দিন আমার জীবনের সেরা উপহার,

তোমাকে আমি প্রত‍্যেক জন্মে

ফিরে পেতে চাই বারবার।

তুমি থাকলে পাশে গোটা জগৎ

ভরে ওঠে খুশিতে,

তুমি আমার আত্মার সাথে আছো মিশে।

আমি প্রতি ক্ষনে ক্ষনে তোমাকে

অনুভব করতে পারি,

আমার অস্তিত্বের সাথে জড়িয়ে

আছো তুমি।

যতদিন আমার দেহে আছে প্রান,

ততদিন আমার মন মন্দির জুড়ে

কেবল তোমার স্থান।

আজ আমি শুধু গুনে চলেছি দিন,

কবে অপেক্ষার অবসান ঘটিয়ে

তোমার অস্তিত্বের সাথে হবো বিলিন।



Rate this content
Log in

Similar bengali poem from Romance