তুমি থাকো যতই দূরে
তুমি থাকো যতই দূরে
তুমি থাকো যতই দূরে
মিলবো আমি তোমারি সনে
ঘুম ভাঙানি পাখির কুজনে
শিশিরে ভেজা ঘাসে
তোমার পদচিহ্ন এঁকে
তুমি যে আমার প্রাণের সাথী
নাহি প্রয়োজন বৃথা হানাহানি
ভেদাভেদ যত করে টানাটানি
সকলেরে লয়ে সুর মিলায়ে
গাহিব তোমারি প্রেমের গীত
চাহি যে নিজেকে হারায়ে ফেলিতে
নিত্য তোমার রূপের মাঝারে
প্রেমের সাগরে যাবো আমি ডুবে
তোমার সাথে মিলবো বলে
তোমাতে পরান সোঁপে
কত যামিনী কাটায়েছি প্রিয়া
তোমাকে নিশীথে ভেবে একা একা
নাহি আজি মোর কিছু প্রত্যাশা
নাহি আছে মোর প্রাণের পিপাসা
তোমাকে ছাড়া এ ভুবনে
জানি ধরা তুমি দেবে একদিন
বসন্তে হৃদয় মাতবে যেদিন
অবগুন্ঠন তুলে তাকাবে মুখপানে
আমি মিলিয়ে যাবো তোমারি নয়নে
অস্তিত্ব আমার তোমাতে বিলায়ে

