টিফিন পিরিয়ড
টিফিন পিরিয়ড
টিফিন পিরিয়ডে
আমরা সকলে অনেকক্ষণ খেলেছি,
আগে সকলে টিফিন কাড়াকাড়ি করে খেয়েছি।
তারও আগের ক্লাসে আমরা
হাসাহাসি করেছিলাম বিস্তর,
দৌড়ে ক্লাস ছেড়ে ছিলাম শেষে
কারণ টিফিন পিরিয়ডে খেলা ছিল যে।
এখন অঙ্কের ক্লাস শান্ত,
আমরা কেউ উত্তর মেলাতে পারিনি বলে
তাই আরও একবার
অঙ্ক শেখাচ্ছেন মাস্টারমশাই চুপ করে।
