ঠান্ডা শরীর
ঠান্ডা শরীর
একটা ঝড় উঠেছিল, শেষ হয়েছে অবশেষে;
কেউ জানে না, তুমিও টের পাওনি!
শরীরের ভেতর উঠেছিল কিনা,
দেখতে পায়নি কেউ; না, কেউ নয়!
নির্বিকার সাদা শান্তি গোটা দেহ জুড়ে;
রক্তস্রোত থেমেছে বন্যার পরে|
গতকাল মাঝরাতে, আনুমানিক একটা-পনেরো নাগাদ,
ভীষণ প্রবল, এই ঝড় ওঠে!
আমি তাকে আটকাতে পারিনি; মারা যাই!
এখনো আমার ঠান্ডা শরীরটা বিছানায় পড়ে আছে|
মারা যাওয়ার আগে, একটা কবিতা লিখবো ভেবেছিলাম;
সেটা আর হলো না!
