টেডি ডে (মনের মানুষই টেডি)
টেডি ডে (মনের মানুষই টেডি)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
ভালোবাসতে গেলে মনেপ্রাণে কারণবিহীন হতে হয়,
থাকে না কোনও উদ্দেশ্য কিংবা অভিসন্ধি -
নিরাভরণ ছায়াপথে হাতে হাত রেখে হেঁটে যেতে হয়।
জীবনের পুতুল খেলায় আমার আমি খুব নগণ্য,
পথ চলার পরিধিতে আঁকড়ে ধরতে চাওয়াই তো ধর্ম;
স্নেহের দেরাজে আগলে রাখতে হয় প্রেমের উপাধি,
প্রতিটা প্রেমিক মনের ঘরে থাকে একটা টেডি বিয়ার,
যাকে জাপটে ধরা যায় সবটুকু আদরবাসার আবরণে।
ভালোবাসা আসলে গভীর সাধনা, নয় যে পুতুল খেলা!
মনের মানুষই টেডি, আশকারায় ভাসুক প্রেমের ভেলা।