তৃণ
তৃণ


অরুণ আলোয় রামধনু মাঠের ঘাসে ঘাসে।
মাটির বুকে ঘাসের চাদর বিছানো
সূর্যের নরম আলো
এসে পড়েছে ঘাসের উপর।
সবুজ গালিচায় ছোট ছোট জলকণা।
বিন্দু বিন্দু বিচ্ছুরিত প্রতিফলন।
এ যেন কোনো কল্পনার অতীত !
আকাশ থেকে নেমে আসা শিশির কণা
অনন্য শোভায় উদ্ভাসিত।
সজীব ধরিত্রীর পরে কংক্রিটের আস্তরণ
কেবল জড় বস্তু।
নেই কোনো শেকড়ের যোগ।
সংগ্রাম করে জেগে থাকা
সুনামী সাইক্লোন ভূমিকম্প প্রভৃতি উপদ্রব।