তোর সঙ্গে
তোর সঙ্গে
আকাশ ছোঁয়া ফ্লাট নাইবা হলো
তোর সঙ্গে কুঁড়েঘরও অনেক।
বার্ষিকীতে চাই না ক্যান্ডেল ডিনার;
লাল গোলাপই আনিস গোটাখানেক।
হানিমুনে দীঘা কিন্তু চাই-ই,
ছাড় তো ওসব সুইজারল্যান্ড, প্যারিস।
রেনকোট আর ছাতা ছাড়াই আসিস_
ভিজবো যখন ঝরবে তুমুল বারিষ।
স্টারবাক্সের কফিতে কি পোষায়?
ক্লান্তি পালায় তোর ওই আঁদা-চায়ে।
হন্ডা-সুমো, ব্যস্ততা স্রেফ বাড়ায়।
অফিস যাবো হাত ধরে পায়ে পায়ে।
উইকেন্ডসে কে.এফ.সি, ওয়াও মোমো
দরকার নেই, ঝালমুড়িতেই খুশি।
স্পেনিয়াল, অ্যালসেসিয়ান না হোক,
বাঁধনছাড়া স্বপ্নগুলোই পুষি।
আইনক্সের টিকিটে কী হবে!
তোর সঙ্গে প্রাইম বা নয় কেন?
থিয়েটারে কত মানুষ থাকে_
চাই না তাদের। তুই-ই থাকিস যেন।
পুজোর সপিং অল্প হলো বলে
ভাবলি বুঝি করবো রাগারাগি।
শেষের বছর যেই শাড়িটা দিলি,
পাগল! তাতে আজও রানি লাগি।
তোর সঙ্গে সুখ দুঃখের কথা।
তোর সঙ্গেই মিষ্টি খুনসুটি।
তোর সঙ্গেই ঝগড়া, ব্যথার পাহাড়।
তোর সঙ্গে হেসেই কুটোকুটি।
চলতে একা মনের যে জোর সাথি
পালায় ফেলে, তুই পাশে নেই জেনে।
থাকলে পাশে শান্তিতে চোখ বুজি
শুধু তোর সঙ্গে একসাথে শ্বাস টেনে।

