গল্প শুরু
গল্প শুরু
যেখানে সিক্ত স্নান, ভোরের গান রোজই আনাগোনা করে।
যেখানে শীতের রোদ খুব বিরোধিতা জানায় তোমায় ঘিরে।
সেখানেই প্রস্থ-বিঘে, হাত হিসেবে আমায় নিয়ে টানাটানি;
আমিও পড়ছি ধরা_ ছন্নছাড়া আবেগ বশে অভিমানী।
তোমাকে বলছি ঠিক আন্তরিক অল্পখানি হলেই হবে।
আমাকে ঘুমপাড়ানোর গান শোনানোর গল্প বলো ভেবে ভেবে।
আর ওই ধূসর বিকেলে সঙ্গে এলে ভালোই হতো সবটা জানি_
সঙ্গে সেই লাল গোলাপ, মিষ্টি আলাপ আর খুনসুটিদের কানাকানি।
ঝুপ করে সন্ধ্যে নামে; খুব আরামে জড়িয়ে নিতাম হাতটাকে তোর।
যেমন কত দূরের তারা আকাশ ভরা_ তুইও আমার বুকের ভিতর।
প্রত্যেকদিন তোর নালিশে কোলবলিশে আটকে যেত কত ভাষা;
বৃষ্টি ঝরিয়ে কখন মেঘের মতন, আনত ডেকে খুব হতাশা।
এ দুর্যোগ থামবে ঠিক কোনো তাৎক্ষণিক এক সময়-আনা আশীর্বাদে।
সময়েরা বিজি_ ইট'স নট ইজি , তাই ভুগছে তারা ভীষণ বিবাদে।
বাঁধবে মনগুলো নিয়ে সুতো দিয়ে_ মলাট হবে দারুণ পুরু_
নতুন বইয়ের পাতায় হাজার কথায় তোমার আমার গল্প শুরু।