STORYMIRROR

Khyali Sikdar

Abstract Tragedy Inspirational

3  

Khyali Sikdar

Abstract Tragedy Inspirational

কুড়ির গ্রাস

কুড়ির গ্রাস

2 mins
207

কী এক যেন চলছে গোটা পৃথিবীটাই জুড়ে?

আবার নাকি দাঁড়িয়েছে প্রকৃতি আজ ঘুরে!

বিদেশ থেকে এসছে যত বিলেত-তোষক ছানা,

মাতৃভূমির কোলে তাদের বিশেষ ডিগ্রী আনা।

বিশ্বজুড়ে চলছে কোভিড-মৃত্যুলীলার ত্রাস।

ভারতবাসী, হও সাবধান, তুমিও 'কুড়ির গ্রাস।

জোক-কমেডি অনেক হলো, এবার বোঝো গুরুত্ব।

হিন্দ-কালচার মানলে ঠিকই বাড়বে সোশ্যাল-দূরত্ব।

মূর্খ যত তুলছে আওয়াজ জনসমুদ্রে নেমে।

আর তুমিও "হাহা" দিচ্ছ রিয়্যাক্ট "চা খাবো না" মিমে।


বাস্তবটা এমনি যদি সহজপানা হতো,

দিনমজুরও ভেকেশনে থাকতো তোমার মতো।

পায়ের ওপর পা তুলে তো দেখছ খবর, টি.ভি.;

আর ঘরে ওদের বাচ্চা আছে, বৃদ্ধ মা-বাপ, বিবি।

বেশ তো আছি লকডাউনে; যদ্দিন থাকে থাকুক।

সরকার তো মাথার ওপর - ছত্রছায়ায় রাখুক!

মানুষ কি আর শখে মরে? জীবন ক'রে ব্যয়

বাঁচার মতো বাঁচতে গিয়েও মরন বেছে নেয়।

নিজের কথা বাদই দাও; পরের কথা ভেবে

'স্যাক্রিফায়েস' না করলে দাম সকলে দেবে।


মৃত্যুমিছিল নামছে যখন তা-ও গলা তুলে

দলাদলির হিসেবনিকেশ যায় না মানুষ ভুলে।

দেশের ইকোনমি যখন হঠাৎ খাবি খায়,

সওদাগরের সওদা করার এই তো সদুপায়।

আড্ডা-আসর যায়নিকো বাদ, চলছে নতুন রূপে -

পি.এন.-পি.সি. জমছে ভালোই হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে।

নিন্দুকেরা সুযোগ পেলেই এ দুষছে ওকে;

তার মধ্যেই কে এক যেন বলল ঈষৎ ব'কে,

"বিশ্বে যখন এমনই হাল, বিশ্বযুদ্ধ শুরু

হবে কিনা, কে জানে তা! সামলে থেকো গুরু।"


দীর্ঘ কয়েক মাহিনাব্যাপী থামিয়ে বহমান

জনজীবন সুপ্ত ঘরে, ওষ্ঠাগত প্রাণ।

ছুটির বিলাস সবার প্রিয়। কিন্তু এমন নয়।

কষ্টে বেঁচে থাকার থেকেও বাঁচিয়ে রাখার ভয়।

তাও থমকে গেলে চলবে না তো, সময় থেমে নেই।

সাবধানতা মেনে নিয়ে চলছে আবার সেই -

আগের মতোই; তবু যেন আগের থেকে ফিকে।

যারা সহায়তার হাত বাড়ালো অসহায়ের দিকে,

তারা আপন খেয়াল রাখলো নাকো, রাখলো আপনজনের;

মানবতার দ্বীপ জ্বালালো স্বার্থ বোঝা মনে।

অমর তারা চিররঙিন, হবে না সাদাকালো।

পেরিয়ে এ রাত, দেখবে ভূবন আবার নতুন ভোরের আলো।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract