STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Others

4  

NILAY CHATTERJEE

Abstract Others

তোমরা এসো না

তোমরা এসো না

1 min
2


        আচমকা তোমার অবির্ভাবে

        বুঝিয়ে দিলে হাবেভাবে

        তুমিও কিছু কম না ---!

        এক লাফেতে এসে গেলে

       দক্ষিণ বঙ্গোপসাগর ফেলে

       বাংলাদেশে পৌছে গেলে ----!

        একশো তিরিশ গতি পেলে

        কতো বড়ি ধসিয়ে দিলে

        কতো মানুষ জখমিলে--!

       সবচেয়ে বড়ো দু:খ দিলে

        294 টা গাছ ভেঙ্গে ফেলে

        দূষণ তুমি বাড়িয়ে দিলে !

        এমনিতেই তাপ উচ্চ তলে

         বাড়বে আবার ফিরে গেলে

         দেশ টা রইলো একই তলে --!

         কি হলো তোমার আসার ফলে --

          অঝোরে বৃষ্টি ঝরলো সমতলে ---

          শস্য ক্ষেত্র জলের তলে

           ফ্লাড সেন্টার কোলাহলে

         ভরে গেলো নিমেষ কালে  !

           আর কি হলো , জনতা বলে

           বাঁচলাম বাবা আমরা সকলে !

           ইয়াস , আমপান , আইলা , রেমাল

           তোমরা পৃথিবী করছো বেতাল !!

          আর এসো না - গরীব গুলো

                              বাঁচুক নদীর ধারে

          ঘর ফেলে যেন না যেতে হয়

                               ঐ দূরে তেপান্তরে !!

           

           ..........................................

       

         



Rate this content
Log in

Similar bengali poem from Abstract