তোমার সাথে
তোমার সাথে
1 min
434
সাদা পাতার অন্য পাশে
তোমার সাথে মন ভাসে ।
তোমার দেওয়া আশ্বাসে
সারা জীবনের বিশ্বাসে ।
রাতে জাগা তারারা আকাশে
জীবন মেঘের স্বপ্ন ভাসে ।
ছাদের পাশের একলা কোণ
অন্তহীন অনুরণন
মুখোমুখি অল্পক্ষণ
এরই তো নাম জীবন ।
তোমার দেওয়া অন্য কোনও নাম
মনের কাছে অনেক দাম
আলমারিতে জমা রঙ্গিন খাম
মনের মাঝে পথ হারালাম ।