তোমার সাথে মনে মনে
তোমার সাথে মনে মনে
তোমার সাথে মনে মনে
বেঁধেছি মনের ঘর।
তোমার সাথে কথা বলার
খুঁজেছি অবসর।
তুমি ছিলে মনের ভেতর
খুশির বার্তা হয়ে।
তোমার আমার ভালোবাসায়
হৃদয় সিক্ত হয়ে।
তোমার না বলা কথাগুলো
আমার প্রাণে বাজে।
তোমাকে আমার মনে পড়ে
স্মৃতির ভাঁজে ভাঁজে।
তোমার কথার অনেক মানে
আজ গেছি বুঝে।
আজ এক তোমায় আমি
যাচ্ছি খুঁজে খুঁজে।
কি ভাবে তোমায় ফেরাই,
ডাকি কি নামে?
তোমায় আমি বসিয়ে রাখি
এ বুকের বামে।

