STORYMIRROR

Payel Das

Romance Fantasy Others

3  

Payel Das

Romance Fantasy Others

ভালোবাসি তোমাকেই

ভালোবাসি তোমাকেই

1 min
244

তোমার চোখের গভীর গোলকধাঁধায়

হারিয়ে ফেলেছি আমার হৃদয়।

তোমার ওই মিষ্টি হাসির রামধনু মায়ায়

তোমার কাছেই পড়ে আছে বোধহয়?


জানি তোমার হাসি ভীষণ দামি

ঝরে না অকারণে যখন তখন।

সে হাসি লুকিয়ে রাখা সবার থেকে

মেঘ ঠিক তড়িৎ লোকায় যেমন।


তোমার সেই রাজপুত্রের সাজসজ্জা

চোখের পাতায় সাজানো কবে থেকে

তোমায় প্রথম দেখেছিলাম আমি

চুপিচুপি দূরে দাঁড়িয়ে থেকে।


রাগ অভিমান তোমার কাছেই সব

ঘুম হতো না তোমায় না দেখে।

ভোরের হওয়া আসতো তোমায় ছুঁয়ে

আসতো তোমার মিষ্টি গন্ধ মেখে।


তোমার সাথে অভিযোগের খেলা

ঝগড়া করে তোমার সময় নেওয়া।

তোমায় ঠিক তখন ভালোবেসে

হৃদয় তোমার হাতে তুলে দেওয়া।



Rate this content
Log in

Similar bengali poem from Romance