STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

তোমার রূপের সাগরে

তোমার রূপের সাগরে

1 min
1.4K

কী সুন্দর তোমার চোখের দৃষ্টি

তুমি যেন বিধাতার মনের শ্রেষ্ঠ সৃষ্টি

তোমার হাসিতে যে মনি মুক্তা ছড়ায়

তোমার রূপেতে যে ভালোবাসা ফুল ফোঁটায়


শুভ্র হাতের কঙ্কন যেন রিনিঝিনি শব্দ বাজায়

রূপের ঝলকে যেন আকাশে বিজলী চমকায়

কালো মেঘের মত যেমন তোমার মাথার ঘন কালো চুল,

তাকে তোমার সৌন্দর্যের তুলনা করলে হবে না কোন ভুল।


তুমি আমার জীবনে নাটরের বনলতা সেন

তুমিই আমার প্রথম দেখা, আমার প্রথম প্রেম

তোমার নূপুরের ঝংকারেতে মন ভরে যায়

তোমার সৌন্দর্য যে মনে আমার রামধনু সাজায়


তুমি আমার শিউলির সুগন্ধ ,বকুলের মালা , রক্ত জবার লাল

তুমি আমার সর্ব কালের শিব শক্তির কালের ও মহাকাল

তুমি অনন্যা, রূপের রাজকন্যা,জীবন মহা সমুদ্রের তরঙ্গের ধ্বনি

নিস্তব্ধ, একাকি ,রাতের নিদ্রাতে শুনিতে পাই যেন তব পদধ্বনি


তুমি আমার রথের মেলা , বেহুলার ভেলা , তুমি সুন্দরী পরী

প্রেমী আমি , তোমাতে মোহিত আমি , পথে পথে তোমায় খুঁজে মরি,

সৌভাগ্যের জয় চির অক্ষয় অবিনশ্বর তুমি, তোমার রূপের বর্ণনা করিতে গিয়ে পারিনি এখনো করিতে বর্ণন,

যতো দেখি তোমাকে মুগ্ধ হই ততো আমি, আমার সকল ভাষা করেছ হরণ ।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Romance