STORYMIRROR

Saibal Sarkar

Romance Others

3  

Saibal Sarkar

Romance Others

তোমার অবকাশ

তোমার অবকাশ

1 min
266


পরিচিত চাঁদ রাত আকাশে আমার মনসীমানায়,

জোছনার সাতনরি হার ভালবাসার হৃদয় অন্তর কন্ঠে।

আগুন চাপা ফাগুন নিয়ে ঝরা পাতার বুকে বসন্ত,

উষ্ণতার চাদর দিও শীতে শীতল রাতের গায়।

আমরা এখন শূন্যেও মিশে আছি,

এক হয়ে হাওয়া বদলের সাথে,

ডানা ভরে বাতাস নিও উষ্ণতার আবরণ,

জড়িয়ে জড়িয়ে বেড়ে উঠে আমাদের দুটি মন।

জানা আকাশ জানা কষ্ট জানা হাসির অজানা প্রকাশ,

বেশ কিছুটা হাতে রেখো আমার জন্য তোমার অবকাশ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance