STORYMIRROR

Saibal Sarkar

Abstract

4  

Saibal Sarkar

Abstract

ভালবাসা ভিক্ষা

ভালবাসা ভিক্ষা

1 min
209

শঙ্কট সবার বিপদ চারপাশে,

ওদের ঘরে রোগের ছোঁয়া আমরা নিরাপদ,

লেজ গুটিয়ে ছুটছি দূরে-

দিচ্ছি বাঁধা থাকছি ঘুরে,মুখ ফিরিয়ে,

এ কোন সভ্যতা?

সামাজিক এই ব্যাধি বন্ধু

ভীষণ বড় ভাইরাস,

জীবাণুর আজ তবে কি বা কাজ।


মনরোগে ভুগলে তবে কারপাশে কে থাকবে,

এই বিপদে সবাই সবার কাজে কি আর আসবে?


সমালোচনার সময় অনেক হবে পরে,

কার কি চাই কার কি প্রয়োজন,

সেই দিকে দাও ধ্যান।


স্বার্থপরের হীন বুদ্ধি অন্ধ মনের কুশিক্ষা,

নেই প্রয়োজন নেই প্রয়োজন, সময় আজ চাইছে

'ভালবাসা ভিক্ষা'।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract