STORYMIRROR

Saibal Sarkar

Abstract Inspirational

4  

Saibal Sarkar

Abstract Inspirational

জিতব নিশ্চয়ই

জিতব নিশ্চয়ই

1 min
60



গোধূলি তন্দ্রা মাখে পৃথিবীর চোখে,

কাজল লেপ্টে আছে, মুখ মুছে নেয় তিমির রাত্রির আঁচলে।

শ্বাস কষ্টে ভুগছে জীবন,

দুরারোগ্য ব্যাধি,প্রতিষেধক খুঁজছে মানুষ।

ডুবন্ত সমাজ প্রতিবন্ধকতার স্বীকার,

অসহায় মৃত্যুর ছোবল।

দেখছি যত ঘটছে আরো নির্মম,

অন্ধ হচ্ছে দৃষ্টিপথ।

বন্দীশালায় করছি বাস রুদ্ধ মন হৃদয়আকাশ,

মাটির বুকে রেখো হাত অশ্রু জলে সিক্ত হবে।

ধরণীর চরণে শিকল বাঁধা,

বিকল হচ্ছে জীবন প্রতিদিনই।

শতাব্দীর দেওয়াল খুঁড়ে সময়স্বর্ণ পাবে,

আমাদের ভুলে ছাই হলো তার সবই।

আতঙ্ক এখন ছায়ার মত চির দিনের সঙ্গী,

মৃত্যু যেন ঈশ্বরের পাশা খেলা।

হারছি আমরা হারছি,

জিতব একদিন আমরা নিশ্চয়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract