STORYMIRROR

Orpita Oyshorjo

Fantasy Others

4  

Orpita Oyshorjo

Fantasy Others

তোমাকে দেখার অসুখ

তোমাকে দেখার অসুখ

1 min
434

সেই কবে তোমার সাথে আমার দেখা হয়েছিল আমার মনে নেই 

শেষ কবে তোমাকে দেখছিলাম তাও মনে নেই 

শুধু মনে আছে যেদিন দেখা হয়েছিল সেদিন তোমার চুলগুলো 

উষ্কখুষ্ক কিংবা এলোমেলো ছিলো 

হয়তো এখন ভাবছো সব ভুলে গেছি তাহলে কিভাবে মনে রাখলাম এটা 

আমি জানিনা, আমি সত্যি কিছুই জানি না 

তারপর ,,,

তারপর অনেক দিন হয়ে গেল তোমার আর দেখা নাই।

আমি খুজেছি তোমাকে কিন্তু পাইনি 

তুমি বলেছিলে তোমার আমার সম্পর্কের যদি কখনো ইতি টান হয় সময়ের সল্পতায়  

তারপরও তুমি নাকি আমাকে এক নজর দেখার জন্য রাস্তার পাশের ল্যাম্পপোস্টের নিচে দাড়িয়ে থাকবে 

কিন্তু নাহ্ তুমি কখনো সেই ল্যাম্পপোস্টের নিচে দাড়িয়ে থাকো নি 

শেষবার তোমার চোখে যখন তাকিয়েছিলাম,

তোমার চোখ দুটো তখন জলে ছলছল করছিলো

আমি তোমার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি নাই!

তাকাবো বা কিভাবে ,

তোমার ওই দু চোখে যে ছিলো অনেকগুলা অভিযোগ আর অভিমান 

এত অভিযোগ ছিলো যে সেই অভিযোগের তীর আমার বুকে আঘাতের পর আঘাত করছিলো তাই তো তাকানোর আর সাহস হয় নি কখনো 

শেষবার তোমাকে বলেছিলাম একটু অপেক্ষা করো আমার জন্য, আমি ফিরে আসবো 

কিন্তু তুমি অপেক্ষা না করেই শুধু মিথ্যে দোষারোপ করেছিলে আমাকে 

অতঃপর আমাদের বিচ্ছেদ হলো 

এ এমন একটি বিচ্ছেদ যেখানে শুধু স্মৃতি আছে , কষ্ট আছে ছিলো না কোনো আশা ভরসা ।

সেই কবে তোমাকে বলেছিলাম ,আমি ফিরে আসবো 

এই দেখো আমি ফিরে এসেছি, ফিরে এসেছি তোমার কাছে 

কিন্তু নাহ্ তুমি আর আগের তুমি নেই 

তুমি থেকে তোমরা হয়ে গেছো শুধু পার্থক্য এই যে সেই তোমাতে আমার কোন স্থান নেই 

আজ ফিরে আসলাম ঠিকই তবে ততদিনে বড্ড দেরি হয়ে গেছে মনে হয় ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy