সুরের আগুন লাগিয়ে দিলে মোর....
সুরের আগুন লাগিয়ে দিলে মোর....


তারপর অনাদি গড়িয়ে গেল সিঙ্গুলারে।
তুমুল ইউনিফিকেশান।
পরিমিতির চৌকাঠ ডিঙোলো সেলসিয়াস।
এসো মহাকাল। এসো প্রতিপল।
বিন্দু বিন্দু প্রেমের উজান। ভাবো অব্যক্ত।
আহা, কী দারুণ কোয়ান্টাম মাতালপন!
আগুন পোহানো শরীর
তামাটে বরণ নিয়ে মাটি মাটি স্বাদ। বাসযোগ্যতা।
প্রতিটি ঋতুস্নান এখনও উন্মুখ,
ডাক দেয় নিবিড় গর্ভের নিমগ্ন ছায়াপথে।
কত অযুত সহস্র পারাপার কর্তৃকারক দম্ভে।
কালপট নামিয়েছে অকালের ছায়া, বিপন্ন আলো।
এখনও ফেরার পথ খোলা আছে যদি ফেরো।
কয়েকটি মলিকিউলার জুড়ে
একটু সেলাইফোঁড়, একটি ওভেন।
একটু অবুঝপন, খানিকটা দাবিদাওয়া,
এর থেকে ওর হাতে গড়িয়ে পড়ুক না।
ঘোলাটে একাপথ বিজনে বেতাল হলে,
আঙুলে আঙুল জুড়ে নীল ঠোঁটে রেখে যেও নিবিড় চুম্বন।