সুপ্রভাত
সুপ্রভাত


রাতের স্বপ্ন রাতের জন্য দুঃখের হোক বা সুখে,
আশা আছে জাগবো আমি ভোরের মায়ের ডাকে।
প্রণাম জানাই ঠাকুরের কাছে দিনটা ভালো যাক,
সেই আশায় ঘুমাই আমি মনটা শান্তি পাক।
ডাকছে তোমায় ভোরের বাতাস ডাকছে ভোরের পাখি,
মা বললো সকাল হলো মেলো দুটি আঁখি।
ডাকছে গাছে কোকিল দোয়েল খুলে দেখো দোর,
সূর্যিমামার হালকা আলোয় হয়ে গেছে ভোর।
চোখ মেলে দেখি যখন ফুরিয়ে গেছে রাত,
তাকিয়ে দেখি দাঁড়িয়ে মা, মাথায় দিয়ে হাত।
ভোর ডাকছে হাত বাড়িয়ে ওই খোলা নীল আকাশ,
মনের কোণে উঠলো দোলা লাগলো ভোরের বাতাস।
ভোরের প্রকৃতি দেখে আমার জুড়িয়ে গেলো প্রাণ,
মাগো তুমি গাইলে বুঝি ঘুম ভাঙানি গান।
মুচকি হেসে বিছানা ছেড়ে মায়ের পায়ে হাত,
মিষ্টি মুখে তখন আমি জানাই " সুপ্রভাত "।