সুন্দর করতে জীবন
সুন্দর করতে জীবন


সংযমে করতে চিত্তশুদ্ধি,
দিন কেটেছিল উপবাসে।
অবশ করতো গোঁয়াড় বুদ্ধি,
নিজের সত্তার উপহাসে।
আনন্দময় আমার স্বভাবে,
সেই প্রচেষ্টা ছিল বিকট।
শুষ্ক আমি রসের অভাবে,
মৃত্যুকে করেছিলাম নিকট।
স্বতঃস্ফূর্ত চেতন মন,
খুঁজে নেয় তাই উদগতি।
পাল্টাই এবার দৃষ্টিকোণ,
রসাস্বাদনে হয়েছে মতি।
উদগতিতে তাই জীবনমুক্ত,
নিজেকে রাখিনা দমিয়ে।
অনশনে আজ নই অভুক্ত,
রসেবসে নিয়েছি জমিয়ে।