STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Fantasy Others

3  

শিপ্রা চক্রবর্তী

Fantasy Others

সুখো স্মৃতি

সুখো স্মৃতি

1 min
220


সময়ের গতীতে হারিয়ে গেছে 

আমার বাল‍্যজীবন,

এখন শুধু চলে অবসর সময়ে 

সুখো স্মৃতির রোমন্থন।

ফেলে আসা সেই দিনের স্মৃতি 

কখনও কি যায় ভোলা!

বাল‍্যজীবনে মনের সমস্ত বদ্ধ 

দ্বার থাকে খোলা।

কত না মধুর আনন্দে ভরা বাল‍্য 

জীবনের প্রতিটি পাতা,

বাল‍্যজীবন করে রাখে রঙিন 

জীবনের সাদা খাতা।

কোথাও থাকেনা কোন রকমের

প্রতিযোগিতার সুর,

সবাই হয় মনের কাছের মানুষ 

কেউ হয় না কখনও মন থেকে দূর।

জীবনের কোন কিছুই থাকেনা 

গোলোকধাঁধায় পরিপূর্ণ এত জটিল,

জীবন হয় সহজ, সরল, ভালোবাসা

দিয়ে পরিপূর্ন এক স্বচ্ছ ঝিল।

যেখানে সবসময় খুশি টেনে

আনে উত্তাল জোয়ার, 

তাইতো মন বাল‍্যজীবনের পথে

ফিরে যেতে চায় বারবার।

কিন্তু যে যায় চলে তাকে তো আর

পাওয়া যায় না কখনও ফিরে!

তাই জীবনের প্রত‍্যেক ধাপের আনন্দ 

আস্বাদ করে সঠিক গন্তব্যের পথে 

এগিয়ে চলেছি ধীরে ধীরে।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy