সৃষ্টি ::
সৃষ্টি ::




দুর্ঘটনাই হয়েছে কারণ সৃষ্টির ,
জানো কি তুমি তা ?
শূন্যে- মহাশূন্যে যত
বিরাজমান নক্ষত্ররাজি,
বেঁধে রেখেছে ব্রহ্মাণ্ডকে
অদৃশ্য শৃঙ্খলে
সেও নাকি এক
মহা বিস্ফোরণের ফসল .....!!
আর নক্ষত্র বিভাজনে
হয়তো বা জন্ম হয়েছে,
অগণিত পৃথিবী
আর তার চাঁদ দের !
এবং আমরা পেয়েছি জীবন
বিবর্তনের পথ বেয়ে
এই পৃথিবী নামের গ্রহে --- !