STORYMIRROR

Sipra Debnath

Drama Action Fantasy

3  

Sipra Debnath

Drama Action Fantasy

সরস্বতী বন্দনা

সরস্বতী বন্দনা

1 min
139


কিছু কষ্ট ভোগ দেবো তোমায়

হে মাতা সরস্বতী!

অগাধ বন্দনায় ভুখা মূর্খের

লোকালয়ে বনস্পতি।

আজ সুশিক্ষা নিরুদ্দেশ,

মাথাচাড়া দেয় কেবল বিদ্বেষ,

বদলে দাওনা মা চারিদিকের এই বেশ।

এসো হংসমিথুন এসো এ কাল-ক্ষণে!

সু-বিদ্যা শিক্ষা জাগাও জন মনে,

কুশিক্ষা বধ করো চকিত নয়নে।

শোনো আজ প্রার্থনা আর পণ

কাঁদে যে আঁধারে ডুবে জনগণ,

এসো হাসিতে হাসিতে খেলিতে খেলিতে,

যাও চকিতে তোমার জ্ঞান ফেলিতে ফেলিতে।

জাগাও অন্তরে সবার সকল রব

বাড়াও ওদের বিদ্যাশিক্ষার কলরব।

দাও সাড়া ওগো মা দাও সাড়া

ডাকে যে তোমারে অভাগা।

তোমায় ডেকে চোখ হলো ঝাপসা,

ক্ষমা গুনে দেখে শুনে মেনে লও এ তপস্যা।


Rate this content
Log in

Similar bengali poem from Drama