STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

সফলতার প্রকারভেদ

সফলতার প্রকারভেদ

1 min
286

Nov. 25   Success Team A


সফলতার প্রকারভেদ

মানিক চন্দ্র গোস্বামী


এই দুনিয়াতে সকলে সফল,পরাজিত কেহ নয়;

সফলতার মাপকাঠিটা পরিবর্তনশীল হয়।

ছাত্র সফল পরীক্ষাতে, মানের মূল্যায়নে;

শিক্ষকেরও সফলতা আসে গৌরব, সম্মানে।

শ্রমিক সফল কাজের ধারায়, মালিক সফল গুনে;

শিল্পকর্মে শিল্পী সফল, বিজ্ঞানী বিজ্ঞানে।

চিকিৎসকের সফলতা আসে রোগী সুস্থ হলে,

চাষীর কাজের সফলতা, গোলাভরা ফসলে।

দেশের রাজার সফলতা প্রজারা হলে খুশি,

যুদ্ধক্ষেত্রে সেনারা সফল, ধ্যানে সফল সন্ন্যাসী।

চৌর্য্যকার্যে চোরেরা সফল যদি না পরে ধরা;

পুলিশের কাজে সফলতা এলে দোষীর শাস্তি কারা।

সূর্য্য সফল দিনের আলোয়, নিশিতে জোছন ভাতি;

বিহগ সফল বাতাসে ভেসে, মেঘকে পেয়েছে সাথী।

পুস্প সফল প্রস্ফুটনে, মধু আহরণে অলি;

প্রেমিক সফল প্রবেশ প্রয়াসে মনের চোরাগলি।

সকল কিছুই সফলতা পায় ইচ্ছাশক্তি জোরে,

উৎসাহ আর বুদ্ধি প্রয়োগে সাফল্য জীবন দোরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract