STORYMIRROR

Nandita Pal

Abstract Others

4.4  

Nandita Pal

Abstract Others

সময়

সময়

1 min
329


পূর্ণিমার চাঁদের আলোয়, অমাবস্যার গভীর রাতে,

প্রবল জোয়ারে, সমুদ্রে বা থৈ কালোদিঘিতে --

এভারেস্টের শৃঙ্গ ছুঁয়ে, মরুভূমির বক্ষ বয়ে-

ঝরা পাতার শীতে, ঝঞ্ঝায় ভীষণ বর্ষার রাতে -

               অবিরাম তোমার বয়ে চলা -


মোঘল তুর্কী আলেকজান্ডার,যুগ যুগান্তর ছাড়িয়ে

ধ্রুবতারা কে সাক্ষী রেখে চলছ তুমি কালের সাথে জড়িয়ে।

যাবার পথে ছুঁয়ে যাও কুঁড়ে ঘর থেকে অট্টালিকা

ধরা দাওনা কারো কাছেই; রানী হোক বা মেঘবালিকা।


বিশ্ব তোমার ছন্দে চলে,

একই সুরে, না কাহারবা না দাদরা -

আগ্নেয়গিরি জ্বলছে কোথাও, কোথাও নদী বয়ে চলে।


অষ্ট্রেলিয়ায় তুমি এগিয়ে,

সেই ক্যাঙ্গারু কোয়ালায়

               আর সিডনির অপেরায়;

একটু পিছনে চল তুমি আমেরিকা লন্ডন আর প্যারিসে,

স্ট্যাচু অফ লিবার্টি,বাকিংহাম প্যালেস আর আইফেল টাওয়ার ছুয়ে।।


প্রথম প্রেম, আলোর সেই দিনগুলো 

স্কুল শেষের বিদায়বেলার

মা বেঁচে থাকার শেষের মুহূর্তগুলো

অনেক সাধি, একটু যদি চলতে ধীরে,

'চরৈবেতি' মন্ত্র তোমার ওরে।


তোমায় না যায় বাক্সে ভরা,

না রাখা যায় গচ্ছিত;

যদি যেত তোমায় পিছিয়ে দিতাম

আয়লার ভয়ংকরে,

নেপালের কাঁপুনিতে

আমাজনের দগদগে দাবানলে।

থামিয়ে দিতাম পৃথিবী তোলপাড় করা করোনার কামড়;

বলতাম নিয়ে চলো-যখন ছিল আমার ছোটবেলার খেলাঘর ।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract