STORYMIRROR

Subrata Nandi

Abstract

2  

Subrata Nandi

Abstract

সমুদ্র সৈকতে

সমুদ্র সৈকতে

1 min
561


সমুদ্র স্নানের ইচ্ছা ছিল বহুদিন, 

সাগরের অশান্ত জলরাশিতে নিজেকে বিলিয়ে দেওয়া– 


সূর্যোদয় দেখব সমুদ্রসৈকতে,

উদাসী বাউল হ'য়ে হেঁটে বেড়াব বালুকাবেলায়;

সাগরের গভীরতায় নিজেকে আড়াল করব অতঃপর।


ভাসিয়ে দিই নিজেকে মনখারাপি দুপুরে, 

উষ্ণতার খোঁজে অবগাহন।

উন্মত্ত ঢেউয়ের উচ্ছ্বাসে একবুক স্বপ্ন!

ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা ক'রে জলজ সংসারের,

অবশেষে ভাঁটার টানে প্লাবনের সীমারেখা দূরের দেশে,

বিস্তৃত বালুকাবেলায় উদাসী বাউল,

হরেক পশরার হাতছানি বালুকাবেলায়,

উপেক্ষিত আমিত্ব,বিচ্ছিন্নতার আড়ালে একাকী ঝাউবনের ধারে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract