সমুদ্র সৈকতে
সমুদ্র সৈকতে


সমুদ্র স্নানের ইচ্ছা ছিল বহুদিন,
সাগরের অশান্ত জলরাশিতে নিজেকে বিলিয়ে দেওয়া–
সূর্যোদয় দেখব সমুদ্রসৈকতে,
উদাসী বাউল হ'য়ে হেঁটে বেড়াব বালুকাবেলায়;
সাগরের গভীরতায় নিজেকে আড়াল করব অতঃপর।
ভাসিয়ে দিই নিজেকে মনখারাপি দুপুরে,
উষ্ণতার খোঁজে অবগাহন।
উন্মত্ত ঢেউয়ের উচ্ছ্বাসে একবুক স্বপ্ন!
ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা ক'রে জলজ সংসারের,
অবশেষে ভাঁটার টানে প্লাবনের সীমারেখা দূরের দেশে,
বিস্তৃত বালুকাবেলায় উদাসী বাউল,
হরেক পশরার হাতছানি বালুকাবেলায়,
উপেক্ষিত আমিত্ব,বিচ্ছিন্নতার আড়ালে একাকী ঝাউবনের ধারে।